ধোনি-ভক্ত চাচা বশির সমর্থন করবেন বাংলাদেশকেও!
ই নিয়ে তৃতীয়বার ঢাকায় এলেন ধোনি-ভক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি চাচা বশির। ধোনির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন পুরো টুর্নামেন্টের ম্যাচ টিকেট। জানালেন, পাকিস্তান ভারতের ক্রিকেট ভক্ত হলেও প্রতিটা ম্যাচেই উপস্থিত থাকবেন মাঠে। ভারত পাকিস্তান ম্যাচের বাইরে তার সমর্থন যাবে বাংলাদেশের প্রতি।
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসির চাচা চান, এ ম্যাচে বাংলাদেশ জিতুক। তবে বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত অথবা পাকিস্তান তখন স্বাভাবিকভাবেই তার সমর্থন যাবে ওই দুই দলের প্রতি।
বশির চাচার বিয়ে করেছেন ভারতীয়।তিনি হায়দ্রাবাদী মহিলা।মূলত ভারতীয় স্ত্রী হওয়ার কারণেই ধোনিদের প্রতি ভালোবাসা জম্মেছে তার। পাশাপাশি ভালোবাসেন নিজ দেশ পাকিস্তানকেও। আমেরিকার শিকাগোতে হায়দ্রাবাদী বিরানির রেস্টুরেন্ট আছে তার। যেটা এখন ছেলে দেখাশোনা করেন। অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ হলেই সাধারণত যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে পড়েন চাচা বশির।
এ পর্যন্ত ১১/১২ বার তার দেখা হয়েছে ধোনির সঙ্গে। এবারও দেখা হয়েছে ঢাকাতে। বশির চাচা জানান, ক্রিকেটার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও ধোনিকে তার ভীষণ প্রিয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন