ধোনি সব সময় কেন স্টাম্প নিয়ে ফেরেন?
ভারত কোনো ম্যাচ জিতলেই মাঠ থেকে একটা উইকেট তুলে নিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিটি জয়ের পরই তিনি এটা করেন। তাঁর এ অভ্যাসের কথা দর্শকের চোখ এড়ানোর কথা নয়। কিন্তু কেন তিনি নিয়মিত কাজটি করেন, তার কারণ হয়তো সবার জানা নেই।
কেন স্টাম্প নিয়ে যান—জানতে চাইলে ধোনি বলেন, ‘আপনারা জানেন, ক্রিকেট-পরবর্তী পরিকল্পনার কাজও আমাকে করতে হয়। আমি যে স্টাম্পগুলো সংগ্রহ করি, তাতে চিহ্ন দিয়ে রাখি না যে অবসরের পর ম্যাচ দেখব আর বলব—হুম, এটা ওই ম্যাচের। বছরের পর বছর ব্যস্ত থাকার মতো অনেক কাজই আমার আছে।’
তবে সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, ধোনি নিজের সংগ্রহে রাখার জন্য স্টাম্প নিয়ে যান না। তাঁর ছোটবেলার বন্ধু কুলবিন্দরের জন্য তিনি স্টাম্পগুলো সংগ্রহ করেন।
কুলবিন্দর একজন নেপালি প্রহরীর ছেলে, তিনি ছিলেন ধোনির ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। তিনি সবার আগে ধোনির ক্রিকেট প্রতিভা দেখতে পেয়েছিলেন এবং খেলায় লেগে থাকতে উৎসাহ দিয়ে গেছেন।
ক্রিকেট-জগতে ধোনি তড়তড় করে উঠে গেছেন। কিন্তু কুলবিন্দরের উন্নতি সেই অর্থে তেমন কিছুই হয়নি।
কুলবিন্দর অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন। তিনি নিজে একটি ছোট বাড়ি বানিয়েছেন। কিন্তু এর বেড়া তৈরি করা হয়নি। এ জন্য তিনি কখনো তাঁর ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে নারাজ। ধোনির কাছে তাঁর অদ্ভুত এক আবদার, তিনি ৩২০টি ক্রিকেট স্টাম্প চান, যা দিয়ে তিনি ওই বেড়া তৈরি করবেন!
গল্পটি নাকি বেশ প্রচলিতই। তবে এর সঙ্গে বাস্তবতার আসলেই কোনো সম্পর্ক আছে কি না, সে সম্পর্কে ধোনি সুনির্দিষ্টভাবে মন্তব্য করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন