ধোনি সম্পর্কে এই অভিযোগ আগে এনেছিলেন যুবি। তা এবার প্রমাণিত হল।

মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্কে এই অভিযোগটা আগে এনেছিলেন যুবরাজ সিংহ। তিনি নাকি ধোনিকে ফোন করে হয়রান হয়ে গিয়েছেন। ধোনি তাঁর ফোন ধরেননি।
ধোনির ছেলেবেলার কোচ চঞ্চল ভট্টাচার্যেরও একই অভিযোগ। এবেলা.ইন-এর সঙ্গে কথা বলার সময়ে চঞ্চলবাবু বলছিলেন, ‘ধোনিকে ফোন করলে ও ধরেই না।’ যুবি বলেছিলেন, ‘ধোনি হয়তো খেলা নিয়ে খুবই ব্যস্ত সেই জন্যই ফোন ধরে না।’ চঞ্চলবাবু অবশ্য সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে রাঁচিতে ফোন ঘুরিয়ে জানা গেল, ধোনি তাঁর বাড়ির যাবতীয় ফোন নম্বর বদলে ফেলেছেন। পুরনো নম্বরের জায়গায় নতুন নম্বর নিয়েছেন।
এর কারণ কী? জনশ্রুতি বলছে, তাঁর বায়োপিক মুক্তি পাওয়ার দিনই নাকি ধোনি তাঁর বাড়ির ফোন নম্বর বদলে ফেলেছেন। কারণ অজানা একটা ভয় নাকি কাজ করছিল ধোনির মনে। তাঁর পুরনো নম্বর সবারই জানা। বায়োপিক মুক্তি পেলে ফ্যানদের বালোবাসার অত্যাচার আরও বাড়বে। আর সেই কারণেই ফোন নম্বর বদলে ফেলেছেন মাহি।
চঞ্চলবাবুর বক্তব্যও অনেকটা সেই রকমই। বলছিলেন, আগেই ধোনি ওর সব ফোন নম্বর চেঞ্জ করে ফেলেছে। ধোনির মা-বাবাও ফোন ধরতে চান না। সুতরাং যে অভিযোগ আগে এনেছিলেন যুবরাজ, সেটাই যেন প্রতিষ্ঠিত হল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন