ধ্বংসস্তুপ থেকে উদ্ধার নবজাতক কাঁদাল বিশ্ববাসীকে [ভিডিও]
মাত্র দু’মাস বয়সের নবজাতক এক শিশু আটকা পড়েছিল ধ্বংসস্তূপের নিচে। সেখানেই ছিল দীর্ঘ ১৬ ঘণ্টা। উদ্ধারকর্মীরা শেষ পর্যন্ত শিশু মেয়েটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরিয়ার আলেপ্পোতে।
সেখানকার সিভিল ডিফেন্স শিশুটিকে উদ্ধারের ভিডিওটি টুইটারে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, ক্রন্দনরত শিশুটি ভবনের ধ্বংসাবশেষের মধ্যে আটকে ছিল। শুধু তার রক্তমাখা মাথা দেখা যাচ্ছিল। একজন উদ্ধারকর্মী সাবধানতার সঙ্গে শিশুটির চারপাশ থেকে ইটপাথরের টুকরা সরিয়ে দক্ষতার সঙ্গে তাকে বের করে নিয়ে আসেন। বাচ্চাটির কাপড় ধরে ধীরে ধীরে উপরের দিকে টেনে উঠিয়ে আনা হয়।
তাৎক্ষণিকভাবে অপর এক উদ্ধার কর্মী নিজের হাত বাড়িয়ে দিয়ে শিশুটির মাথায় যেন আঘাত না লাগে সেটা নিশ্চিত করেন। উদ্ধারকর্মীরা সমস্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠেন। তারা বলছেন, এটা অলৌকিক ঘটনা। শিশুটির মাকেও উদ্ধার করা হয়েছে।
সিরিয়ার উত্তরে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কর্মরত একটি উদ্ধারকারী দল ভিডিওটি পোস্ট করে। সিরিয়ার ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর নিত্যদিনের বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে শ’ শ’ মানুষ মারা যাচ্ছে। পক্ষান্তরে বিদ্রোহীরা মর্টার বোমা নিক্ষেপ করেছে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিম দিকে। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হওয়ার আগে শহরটি ছিল সিরিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্রবিন্দু- আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
https://youtu.be/h6myKVrQjKI
এই সংক্রান্ত আরো সংবাদ
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)বিস্তারিত পড়ুন
দিন-দুপুরে মেয়েটির ভঙ্গি দেখে অবাক সবাই! (ভিডিওসহ)
দিন-দুপুরে মেয়েটি যা করল দেখলে আপনিও টাস্কি খাবেন! দিন-দুপুরে মেয়েটিবিস্তারিত পড়ুন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম (ভিডিওসহ)
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামীবিস্তারিত পড়ুন