নওয়াজ শরিফ বলেন, বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে আমরাই বাধ্য করেছি
১৯৭১ সালে পাকিস্তানিদের কারণেই বাঙালিরা বাধ্য হয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
গতকাল মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের এক সমাবেশে নওয়াজ শরিফ এ মন্তব্য করেন।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী। আলোচনার নামে বারবার কালক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালানো হয়। যার পরিণতিতে স্বাধীনতা-সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ নামে রাষ্ট্রের অভ্যুদয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, রাষ্ট্র তাঁকে যেভাবে একঘরে করে ফেলেছে, তার সঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে।
নওয়াজ শরিফ বলেন, ‘বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে আমরাই বাধ্য করেছি। শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। তবে তাঁকে রাষ্ট্রই বিদ্রোহী বানিয়েছিল।’
১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নওয়াজ বলেন, রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় এক নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করা থেকে বিরত থাকার কারণেই ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল।
পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদের আলাদা করে দিয়েছি।’
দুঃখ প্রকাশ করে নওয়াজ শরিফ আরো বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি পর্যালোচনা তৈরি করেছিলেন; কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন