নকল পণ্য তৈরির অভিযোগে আটক ৩
নকল পণ্য তৈরির অভিযোগে এশিয়ান কিরণ মালা নামে একটি প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- এশিয়ান কিরণ মালার ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, অ্যাডমিন শাখার ডিরেক্টর সালাউদ্দিন লিটন ও মামুনুর রহমান।
ডিবির সহকারী কমিশনার রেজাউল করিম জানান, রিজন কিরণ মালা নামক একটি প্রতিষ্ঠানের পণ্য নকল করে এশিয়ান কিরণ মালা প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থানে বিক্রি করছিল। তাই লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির মূল পণ্য হল রিজন হারবাল কোম্পানির মেহেদী, কিরণ রিজন মালা মেহেদী। প্রতিষ্ঠানটির অফিস রামপুরায় এবং কারখানা নারায়ণগঞ্জে।
মূল এ কোম্পানিটির মেহেদী নকল করে এশিয়ান কিরণ মালা, সুন্দরী কিরণ মালাসহ বিভিন্ন নামে নকল বাজারজাতকরণ করছে কিছু অসাধু ব্যবসায়ী। এ প্রতিষ্ঠানটির নাম ও পণ্য নকল করে বাজারজাত করে আসছিল। তাদের কার্যালয় নেই। শুধু কাটাবনে একটি দোকানে বসে ব্যবসা করে।
রিজন হারবাল কোম্পানির মেহেদী, কিরণ রিজন মালা মেহেদীর মালিক জানান, আমাদের পণ্য ও নাম নকল করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ভুয়া ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন