নকল বন্ধে শুধু অন্তর্বাস পরে পরীক্ষা
ভারতের বিহার রাজ্যে নকল এড়াতে সেনাবাহিনীর একটি নিয়োগ পরীক্ষায় জামা-কাপড় খুলে স্রেফ অর্ন্তবাস পরিহিত অবস্থায় অংশ নিতে হয়েছে পরীক্ষার্থীদের। রোববার মুজাফফরপুরে প্রায় ১১৫০ জন পরীক্ষার্থী খোলা ময়দানে এভাবে পরীক্ষায় অংশ নিয়েছে।
গত বছর বিহারে অনুষ্ঠিত একটি পাবলিক পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগ ওঠে। একটি কেন্দ্রের দেওয়াল বেয়ে জানালার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের স্বজনরা নকল সরবরাহ করছিলেন। ওই সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নকলের মহোৎসবের এই ছবিটি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঢেউ ওঠে। শুধু বিহার নয়, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পশ্চিম বাংলা ও মহারাষ্ট্রেও সরকারি পরীক্ষাগুলোতে ব্যাপক নকল হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
রোববার বিহারের মুজাফফরপুরে সেনাবাহিনীর করণিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১১৫০ জন প্রার্থী। কেন্দ্রে প্রবেশের পরপরই পরীক্ষার্থীদের স্রেফ অর্ন্তবাসটি গায়ে রেখে বাকী সব জামা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। মূলত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর দেহ তল্লাশির ঝামেলা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর নিয়োগ বোর্ডের পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘ এর আগে পরীক্ষা চলাকালে আমাদের বেশ বাজে অভিজ্ঞতা হয়েছে। নকল বন্ধেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন