নখের পাশের চামরা দাঁতে কাটার অভ্যাস আছে? হয়ে গেল তাহলে
অনেকেই নখের পাশের চামড়া দাঁতে কাটেন। এই যেমন ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। কিন্তু যাঁরা এমনটা করছেন, তাঁরা কি বিপদ সম্পর্কে ওয়াকিবহাল?
দাঁতে নখ বা নখের পাশের চামড়া কাটার অভ্যাস গড়ে প্রতি সাতজনের মধ্যে দু’জনের থাকে। কিন্তু কখনও শুনেছেন, এর জন্য চিকিৎসা করাতে?
স্বাভাবিক। কেননা, নিছক অভ্যাসের জন্য ওষুধ খাওয়ার কথা কে-ই বা ভাববে পারেন? কিন্তু শুনলে অবাক হবেন, নখ খাওয়ার এই অভ্যাসটি একটি রোগ! নাম, ডার্মাটোফেগিয়া। খুব ছোটবেলা থেকে অজান্তেই দাঁতে নখ কাটার স্বভাব বাসা বাঁধে। আর তার থেকেই হয় ডার্মাটোফেগিয়া।
কী থেকে আসে এই রোগটি? স্ট্রেস বা চাপমুক্তির উপায় হিসেবেই মূলত নখ খাওয়ার অভ্যাসটি অনেকের মধ্যে বাসা বাঁধে। এমনকী অনেক ক্ষেত্রে চামড়া উঠে গিয়ে রক্তও বেরোতে দেখা যায়। নখের চারপাশের চামড়া খেয়ে ফেললে যে ক্ষত তৈরি হয়, তাতে খুব দ্রুত জীবাণু আক্রমণ করে। কেননা, লালার সঙ্গে যে জীবাণু থাকে, তা ক্ষতে চলে আসে খুব দ্রুত। সেই সঙ্গে বাইরে থেকে আক্রমণ করে অন্য জীবাণু। যা নখ তো বটেই, স্নায়ুতে পর্যন্ত পাকাপাকি ক্ষতি করতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন