নখের হলদেটে ভাব দূর করার দারুন টিপস!
বাঙালীর রান্নায় অবধারিতভাবেই ব্যবহার করা হয় হলুদ। আর হলুদ দিয়ে এটা সেটা রান্না করতে গিয়ে গৃহিণীদের হাতের অবস্থাও হয় একেবারেই হলদেটে।
সাবান ঘষে হাতের ত্বক থেকে না হয় হলুদ দূর করলেন। নখের হলদেটে ভাব দূর করবেন কী করে? জেনে নিন!
নখের হলদেটে ভাব দূর করতে পারে লেবুর রস। একটু পানি মিশিয়ে লেবুর রস একটা বোলে নিন। এরপর এই রসে ১০-১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন আপনার নখ। লেবুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য নখের হলদেটে ভাব দূর করে দিতে পারে। যাদের নখ nail নেইল পলিশের কারণে হলদেটে হয়ে গেছে তাদেরও কাজে আসবে এই পদ্ধতিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন