নখ কামড়ালে যেসব সমস্যা হয়
ছোট থেকে প্রাপ্ত বয়স্ক অনেকেরই নখ কামড়ানোর স্বভাব রয়েছে। তবে আপনি কী জানেন,ব্যাকটেরিয়া জন্মানোর একটি বড় জায়গা হলো নখ?
বিশেষজ্ঞরা বলেন, ‘প্রায় ১০ লাখ ব্যকটেরিয়া নখের মধ্যে বসবাস করে।আর আমরা যখন এই নখকে মুখের ভেতর প্রবেশ করাই,কামড়াতে থাকি তখন সেগুলো শরীরের ভেতরে প্রবেশ করে।’ বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে নখ কামড়ানোর ক্ষতিকর দিকগুলোর কথা।
• গবেষণায় বলা হয়,৭৬ ভাগ লোকের ডায়রিয়া এবং বমির সমস্যা হয় নখ কামড়ানোর কারণে।এটি নখ কামড়ানোর একটি বড় ক্ষতিকর দিক।
• নখ কামড়ালে দাঁতের ক্ষতি হয়, এতে দাঁতের সমস্যা হয়, চোয়ালের ক্ষতি হয়। এছাড়া নখ কামড়ালে মাড়িতে রোগ হয়। মাড়ি ফোলার সমস্যা হতে পারে এই বদঅভ্যাস থেকে। তাই আপনি নখ কমাড়ানোর অভ্যাসটি বাদ না দিলে সমস্যায় পড়তে পারেন।
• আপনি কি জানেন মুখে দুর্গন্ধ হওয়ার একটি অন্যতম কারণ হলো নখ কামড়ানো? কিভাবে? মুখে দুর্গন্ধ হয় ব্যাকটেরিয়ার কারণে।আর নখ কামড়াল নখের ভেতর থাকা ব্যকটেরিয়াগুলো মুখে প্রবেশ করে।
• দীর্ঘদিন ধরে কামড়ালে এক পর্যায়ে নখ তার বৃদ্ধি বন্ধ করে দেয়।এতে নখ কুৎসিত হয়ে যায়।স্বাভাবিক সৌন্দর্য হারায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন