নগ্নতা আমার কাছে কোনো বিষয়ই না: রানভির

রূপালি পর্দাদের তারকাদের নিয়ে নানা রকম খবরই প্রচলিত। আর দশটা সাধারণ মানুষের চেয়ে নগ্নতা বা যৌনতার মতো বিষয়ে তারা অনেক বেশি স্বাবলিল হয়ে থাকেন। হালের ক্রেজ রানভির সিং এর কথাতে আবারো প্রমাণ মিললো তারই!
শিগগিরি মুক্তি পেতে চলেছে রানভিরের নতুন ছবি ‘বেফিকার’। ইতোমধ্যেই আলোচিত হয়েছে এ ছবির ট্রেইলার ও গানের দৃশ্যগুলো। একটি গানের দৃশ্যে রানভিরের লাল অন্তর্বাস পরা দৃশ্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে! অনেকেই একে অবহিত করছে অন্যতম সাহসি একটি দৃশ্য হিসেবে। এছাড়াও এ ছবিতে সহঅভিনেত্রী ভান্নি কাপুরের সাথে তার রোমান্টিক দৃশ্যগুলোও ছিলো বেশ অন্তরঙ্গ।
খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এ অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস’কে রানভির বলেন, “শরীর প্রদর্শনে আমার কোনো জড়তা নেই! হ্যাঁ, আমি বেশরম! নগ্নতা আমার কাছে কোনো বিষয়ই না। একজন অভিনেতা হিসেবে চরিত্রের প্রয়োজনে যতটুকু খোলামেলা হওয়া প্রয়োজন তা আমি হতে পারি। এতে আমার কোনো সমস্যা নেই।”
নগ্নদৃশ্যে রানভিরের সাহসি অভিনয়ের প্রশংসা করেছেন কিং খান শাহরুখও। জনপ্রিয় সেলিব্রেটি অনুষ্ঠান ‘কফি উইথ কারান’-এ শাহরুখ বলেন, “রানভিরের লাল অন্তর্বাস পরা দৃশ্যটি দেখার পর আমি তার ভক্ত বনে গেছি! যদিও এটা চোখ কপালে ওঠার মতো একটি দৃশ্য কিন্তু সে এটি ভালোভাবেই উতরে গেছে।”
ইতোমধ্যেই সেন্সর সনদ পেয়েছে আদিত্য চোপড়ার ‘বেফিকার’ সিনেমাটি। এ মুহূর্তে ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রানভির সিং ও ভান্নি কাপুর। সামনেই আসছে রানভিরের নতুন ছবি ‘পদ্মাবতি’। এতে প্রাক্তন প্রেমিকা দিপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুরের সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন