নগ্ন ফটো-ভিডিও চুরি করায় যুক্তরাষ্ট্রে যুবকের কারাদণ্ড
তারকাদের অ্যাকাউন্ট হ্যাক এবং নগ্ন ফটো ও ভিডিও চুরি করার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি নাম রায়ান কলিনস (৩৬)। গত মে মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
কলিনস ছয় শতাধিক ব্যক্তির ইউজার নাম ও পাসওয়ার্ড চুরি করেছিলেন।
কলিনসের হ্যাকিংয়ের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপটন, স্কারলেট জোহানসন ও ক্রিস্টেন ডানস্ট। তাঁদের ইমেইল পাঠানো হয়, যাতে তাঁরা মনে করেছিলেন গুগল ও অ্যাপল থেকে এসব ইমেইল পাঠানো হয়।
২০১২ ও ২০১৪ সালের মধ্যে কলিসন এসব ফটো/ভিডিও চুরি করেন। বিষয়টি সেলেবগেট নামে পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে ফটো প্রকাশ করার অভিযোগ আনা হয়নি।
কৌঁসুলিদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তকারীরা এমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি, যার ফলে প্রমাণ হয় যে কলিনস ফটো/ভিডিও ফাঁস, শেয়ার বা আপলোড করেছেন।’
কলিনস আইক্লাউড থেকে অন্তত ৫০টি এবং জিমেইলের ৭২টি অ্যাকাউন্টে প্রবেশ করেন।
কলিনস এমন সব ইমেইল ব্যবহার করেছেন যাতে মনে হয় এগুলো সেবাদাতাদের ইমেইল। যেমন [email protected], [email protected] and [email protected].
আদালতের নথি থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে কলিনসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও পেনসিলভানিয়ায় নিজ অঙ্গরাজ্যে তাঁর সাজা হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন