মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুনদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকি: হাবিবুল বাশার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দেশি খেলোয়াড়রাই ফর্মে রয়েছেন। দেশীয় খেলোয়াড়দের এমন ফর্ম সত্যিই আশাব্যঞ্জক বলে মনে করছেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। বিপিএলের চট্টগ্রাম পর্বে খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেছিলেন বিপিএল থেকে দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের দু’একজন নিউজিল্যান্ড সিরিজে খেলবে। এর ধারাবাহিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন বিপিএলে নতুনদের অসাধারণ পারফরম্যান্সের কথা।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

সাবেক জাতীয় দলের অধিনায়ক বাশার বলেন: আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের দিকে তাকিয়ে। ব্যক্তিগতভাবে আমি তাকিয়ে নতুন কোন খেলোয়াড়টা উঠে আসল। বিপিএলের প্রতিটি আসর পাইপলাইনের কিছু না কিছু খেলোয়াড় যোগান দেয়। আমি আসলে এদিকেই তাকিয়ে থাকি, তাদের দিকে। তারা কিভাবে খেলছে, ম্যাচ পরিস্থিতিতে কতোটা মানিয়ে নিতে পারছে। কতোটা নিবেদন তাদের মধ্যে আছে সেটা বের করা চেষ্টা করছি।

হাবিবুল বাশার নিশ্চিত করেই নতুন কোনো না কোনো ক্রিকেটারকে আলাদা করে দেখেছেন। নতুনদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন। কিন্তু এখনই তিনি তাদের নাম বলতে আগ্রহী নন। বিপিএলের পর্দা নামার পরই তাদের নিয়ে ঢেলে পরিকল্পনা সাজানোর কথা জানালেন বিসিবির এ নির্বাচক।

জানালেন, ‘বিপিএলে নতুনদের পুরোটা সময় দেখতে চাই। শুরুতেই নাম বলাটা সমীচীন মনে করি না। পুরো টুর্নামেন্ট শেষ হলেই মূল্যায়ন করতে পারব বিপিএল থেকে আমরা কাকে পেলাম, কাকে ভবিষ্যতের জন্য ভাববো।’ জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন,‘জাতীয় দলের খেলোয়াড়রা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছেন, করছেন এবং করবেনও। মূল ক্রিকেটার সবাই কিন্তু কম-বেশি ভালো করছে। কেউই কিন্তু খারাপ করছে না।’

মোহাম্মদ শহীদের ইনজুরি প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন: খুবই দুর্ভাগ্যজনক শহীদের জন্য। আমারও খুব খারাপ লাগছে। খুব ভালো বোলিং করছিল, ফর্মে ছিল সে। টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেনি। ওর পরিবর্তে আমরা কাকে নেব তা এখনও ঠিক করিনি। লম্বা স্কোয়াড আমাদের হাতে আছে। সবারই ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তো বিপিএল শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা কাকে বেছে নেব। আমাদের হাতে আসলে সময় আছে অনেক। শহীদ ছাড়া বাকি যে ফাস্ট বোলাররা স্কোয়াডে আছে তারা কিন্তু ভালো করছে। যারা আছে তারা ভালো ফর্মে আছে। যেমন রাব্বি, আল আমিন, রুবেল আছে। সবাই কিন্তু ভালো বোলিং করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা