শুক্রবার, মে ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুনভাবে শুরু করতে প্রস্তুত সৌম্য

চোখ ধাঁধানো শট আর বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত সৌম্য। কিন্তু মাত্র শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) খুব একটা সুবিধা করতে পারেননি। আপাতত ওসব মনে রাখছেন না, জাতীয় দলের আসন্ন সিরিজগুলোতেই চোখ তার।

আজ(রবিবার) থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ টি-টোয়েন্টি ও এই ফরম্যাটের বিশ্বকাপের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তার আগে নিজেকে প্রস্তুত দাবি করছেন তিন টি-টোয়েন্টি ম্যাচে ১৪.৬৬ গড়ে ৪৪ রান তোলা সৌম্য।

ক্যাম্পকে সামনে রেখে দেশের শীর্ষ একটি দৈনিকে বলেছেন, ‘আমি এখন নতুন করে শুরু করতে প্রস্তুত। সামনে আমাদের যত খেলা,বেশিরভাগই টি-টোয়েন্টি। সেগুলো আবার বড় বড় টুর্নামেন্ট। ফলে আমাদের ভালো করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে তো একটা ম্যাচও রিল্যাক্স করার সুযোগ থাকবে না। ফলে আমাদের সেভাবেই তৈরি হতে হবে।’

চলতি বছরের বড় একটা সময় বাংলাদেশ দলের কাটবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু শুধু সৌম্য নয়, অভিজ্ঞতার অভাবে পুরো বাংলাদেশ দলের কারোর রেকর্ডই এই ফরম্যাটে সুবিধার নয়। একমাত্র এনামুল হক বিজয়ের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড় ৩২.২৭। ১৩ ম্যাচে মোট রান ৩৫৫। কিন্তু, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে তার একাদশে থাকা নিয়েও জটিলতা রয়েছে।

তাছাড়া গত বছরের পুরোটা সময়জুড়ে যে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল, তার সবটুকুই ছিলো ওয়ানডে ফরম্যাটে। পরের বছরেই ফরম্যাট পরিবর্তন হওয়ার কারণে, ক্রিকেটারদের জন্য সহজ হবে না সেটা মানছেন সৌম্য সরকার। তারপরেও প্রস্তুতিকেই বড় করে দেখছেন তিনি।

বলেছেন, ‘অভিজ্ঞতা কমের ঘাটতিটা পুষিয়ে নিতে হবে। আমি সিনিয়রদের সঙ্গে আলাপ করছি। কোচের সঙ্গে নিশ্চয়ই আলাপ করবো। আর দলীয়ভাবে বলতে চাই, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে আসা সবসময়ই একটু কঠিন। আমার মনে হয় না,ততো কঠিন হবে। কারণ আমরা বিপিএল খেললাম সবাই। এতোগুলো ম্যাচ খেলায় যে সুইচ করার ব্যাপারটা বলছেন,সেটা খানিকটা হয়ে যাওয়ার কথা। টি-টোয়েন্টির ধরনের মধ্যেই আছে সবাই। এরপর অনুশীলন হবে এই ফরম্যাট সামনে রেখে। ফলে কঠিন হবে না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির