বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুনরূপে সাজানো হবে ঢাকার পার্ক ও খেলার মাঠ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে জল-সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ৩১টি পার্ক ও খেলার মাঠ নতুনরূপে সাজানো হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন। আজ রবিবার দুপুরে ঢাকার শাঁখারী বাজার মোড়ে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ এবং ৩৭নং ওয়ার্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। সাঈদ খোকন বলেন, ২০১৭ সালের মধ্যে ঢাকা শহরের পরিত্যক্ত খেলার মাঠ ও পার্কগুলোকে জলে-সবুজে ঢেকে নবরূপে সাজানো হবে। ইতোমধ্যে ৩১টি খেলার মাঠ ও পার্ক চিহ্নিত করা হয়েছে। নগরবাসীর জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। এজন্য জল-সবুজে ঢাকা নামে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ৭০ জন স্থপতি এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, যখন দায়িত্বভার গ্রহণ করি হাজারও তখন সমস্যা ছিল। এখন ঢাকা শহর বদলে যাচ্ছে। এ শহর এক সময় সুন্দর শহর ছিল- তখন এতো মানুষের বসবাস ছিল না। এখন লক্ষ-কোটি মানুষ বাস করে। ফলে এক সময় এ শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এখন আবার বসবাসযোগ্য করার চেষ্টা করছি। ইতোমধ্যে ৩০০ রাস্তা ঘাটের কাজ ধরেছি। বর্ষা মৌসুমের আগেই নগরের অলিগলি মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। ঢাকা শহরকে আলোকিত করার জন্য অলিতে-গলিতে ৩৭ হাজার এলইডি লাইট লাগানো হবে। স্বাধীনতা দিবসের আগে ৮০ থেকে ৯০ শতাংশ এলইডি লাইট লাগানো হবে। ডিএসসিসির দ্বিতীয়বছর পূর্তি হওয়ার আগেই পুরো ঢাকা আলোকিত হবে- যোগ করেন তিনি। সাঈদ খোকন বলেন, দায়িত্বভার গ্রহণের পর বিশ্বের বসবাসের অনউপযোগী শহরের মধ্যে ঢাকা ছিলো ১৩৯ নম্বর। তা কমে এখন ১৩৪ নম্বরে এসেছে। আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় ঢাকা শহরকে বদলেই ছাড়বো।

ঢাকাকে পরিষ্কার রাখতে নগরবাসীর সহায়তা চেয়ে তিনি বলেন, আমি ময়লা আবর্জনা নিয়ে সমস্যায় আছি। রাতদিন পরিচ্ছন্নতা কর্মীরা নগরকে পরিষ্কার রাখতে কাজ করে যাচ্ছে। শীতকাল হওয়ায় ধুলাবালি বেশি হয়েছে। প্রতিদিন সিটি করপোরেশন থেকে ভোর ৬টায় পানি ছিটিয়ে দেওয়া হবে। নগরকে সুন্দর করতে পরিষ্কার রাখতে- আমি আপনাদের সহযোগিতা চাই। এ সময় তিনি ৩৬ ও ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের পানি, গ্যাস ময়লা বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে সামাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশও দেন। অনুষ্ঠানে কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, মো. আ. রহমান মিয়াজীসহ সিটি করপোরেশনের, ওয়াসা, গ্যাস ও বিদ্যু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ