নতুন অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন বিরাট কোহলি
মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়েছেন। তার জায়গায় নতুন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অন্তত ইংল্যান্ড সিরিজে কোহলির নেতৃত্ব পাচ্ছে ভারত দল, তা একরকম নিশ্চিত।
বুধবার হুট করেই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক ধোনি। তারপর থেকেই নতুন অধিনায়কের নাম নিয়ে আলোচনা শুরু হয়।এবার নির্বাচকরা জানাচ্ছেন, ধোনির জায়গায় ইংলিশদের বিপক্ষে কোহলিকেই টসে দেখতে পাড়বে ভারতের সমর্থকরা।
তিন ম্যাচের ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে শুক্রবার। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সাদা পোশাকের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও দলের নেতৃত্ব নিতে আপত্তি নেই বিরাটের। সেক্ষেত্রে সবকিছু বিবেচনা করেই অধিনায়ক ও দল সাজাচ্ছেন নির্বাচকরা।
এদিকে, অধিনায়কত্ব ছাড়লেও ম্যাচে থাকছেন ধোনি। নতুন অধিনায়ক অর্থাৎ, বিরাট কোহলিরর নেতৃত্বেই খেলবেন তিনি। কিন্তু একাধিক ইনজুরির কারণে দল সাজানো নিয়ে বিপাকে রয়েছে নির্বাচকরা। অন্যতম দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে দুজনই ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন ইনজুরি কাটিয়ে ‘ফিট’ হওয়া শেখর ধাওয়ান। এ ছাড়া করুন নায়ের খেলতে পারেন আজিঙ্কা রাহানের বদলি ক্রিকেটার হিসেবে।
দলের সেরা স্পিনার রবিচন্দন অশ্বিনের ইনজুরি নির্বাচকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ডানহাতি বদলি এই স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ টেস্ট সিরিজ শেষ করার পর সাইট ইনজুরিতে পড়েন। এমনকি রঞ্জি ট্রফিতেও খেলেননি তিনি। সেক্ষেত্রে ওয়ানোডে সিরিজে তাকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় স্পিনার হিসেবে নির্বাচকদের পছন্দ জয়ন্ত যাদব। দূর্ভাগ্য, জয়ন্তও ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ড সিরিজ চলাকালীন সময়েই।
প্রসঙ্গত, ধোনি ২০১৪ সালে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার পাশাপাশি সাদা পোশাক খুলে রাখেন। এরপর সীমিত ওভারের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন