নতুন অধ্যায়ে ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে নতুন পরিচয় যুক্ত হতে যাচ্ছে। নিজের নামের পাশে অভিনেতার পাশাপাশি এবার নির্মাতার তকমা লাগাচ্ছেন তিনি। নিজের ব্যানার ইমরান হাশমি ফিল্মসের মাধ্যমে ছবি বানাবেন তিনি। ‘আজহার’-এর সাফল্যের পর টনি ডি’সুজার সঙ্গে মিলে সিদ্ধান্তটি নিয়েছেন এই বলিউড অভিনেতা।
এ ছবিটিও পরিচালনা করবেন টনি। গল্প, চিত্রনাট্য চুড়ান্ত হয়ে গেছে। চলছে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের পালা। ছবির নাম এখনও ঠিক হয়নি। নিজের প্রযোজিত ছবিতে ইমরান হাশমি অভিনয় করবেন কিনা, সেটিও এখনও চুড়ান্ত নয়।
এক বিবৃতিতে ইমরান বলেছেন, টনি ডি সুজার সঙ্গে নির্মাতা হতে পরে আমি খুবই আনন্দিত। টনি খুবই মেধাবী ছবিনির্মাতা ও আমার ভাল বন্ধু। ইমরান জানিয়েছেন, বিনোদনের পাশাপাশি আমি দর্শকদের কিছু ভাল গল্প উপহার দিতে চাই।
টনি ডি সুজ এর আগে ইমরান হাশমি অভিনীত ‘আজহার’ ছবি পরিচালনা করেছেন। তিনি বলেছেন, ইমরানের সঙ্গে নতুনভাবে কাজ করতে পারছি এতে আমি খুশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন