নতুন অধ্যায়ে ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে নতুন পরিচয় যুক্ত হতে যাচ্ছে। নিজের নামের পাশে অভিনেতার পাশাপাশি এবার নির্মাতার তকমা লাগাচ্ছেন তিনি। নিজের ব্যানার ইমরান হাশমি ফিল্মসের মাধ্যমে ছবি বানাবেন তিনি। ‘আজহার’-এর সাফল্যের পর টনি ডি’সুজার সঙ্গে মিলে সিদ্ধান্তটি নিয়েছেন এই বলিউড অভিনেতা।
এ ছবিটিও পরিচালনা করবেন টনি। গল্প, চিত্রনাট্য চুড়ান্ত হয়ে গেছে। চলছে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের পালা। ছবির নাম এখনও ঠিক হয়নি। নিজের প্রযোজিত ছবিতে ইমরান হাশমি অভিনয় করবেন কিনা, সেটিও এখনও চুড়ান্ত নয়।
এক বিবৃতিতে ইমরান বলেছেন, টনি ডি সুজার সঙ্গে নির্মাতা হতে পরে আমি খুবই আনন্দিত। টনি খুবই মেধাবী ছবিনির্মাতা ও আমার ভাল বন্ধু। ইমরান জানিয়েছেন, বিনোদনের পাশাপাশি আমি দর্শকদের কিছু ভাল গল্প উপহার দিতে চাই।
টনি ডি সুজ এর আগে ইমরান হাশমি অভিনীত ‘আজহার’ ছবি পরিচালনা করেছেন। তিনি বলেছেন, ইমরানের সঙ্গে নতুনভাবে কাজ করতে পারছি এতে আমি খুশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন