নতুন আসরের কলকাতা নাইট রাইডার্স দল, দেখে নিন কে কে খেলছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরকে সামনে রেখে নিলামের আগে আইপিএল গর্ভনিং কাউন্সিলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্কোয়াড থেকে বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। কলকাতা নাইট রাইডার্সও এর ব্যতিক্রম নয়।
একাধিক ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছু ক্রিকেটারকে আওছে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দশম আসরের জন্য দলে রেখে দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। গত আসরের দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে নয়জন ক্রিকেটারকে আসন্ন আইপিএলের স্কোয়াড থেকে ছাঁটাই করেছে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ তথা বিশ্ব র্যাংকিয়ের সাবেক সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বরাবরের মতো আইপিএলের দশম আসরের জন্যও দলে রেখে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
ছেড়ে দেওয়া নয়জন ক্রিকেটারের মধ্যে ছয়জনই হচ্ছে বিদেশী ক্রিকেটার। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, শন টেইট এওবং জন হ্যাস্টিংস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সাথে কিউই ক্রিকেটার কলিন মুনরোকে আসন্ন আইপিএলের দল থেকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। আর লোকাল ক্রিকেটারদের মধ্যে কপাল পুড়েছে জয়দেব উঙ্কত, মানান শর্মা ও শাতিসদের।
এক নজরে আসন্ন আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা-
কলকাতা নাইট রাইডার্সঃ গৌতম গম্বীর, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদব, মানিশ পান্ডে, সুরইয়াকুমার যাদব, পিযুষ চাওলা, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, ক্রিস লিন, উমেশ যাদব, ইউসুফ পাঠান, শেলডন জ্যাকসন, অঙ্কিত রাজপুত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন