নতুন উদ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন তিন ছবিতে কাজ করতে যাচ্ছেন। এ ছবিগুলো হলো মোস্তফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ ও মেহের আফরোজ শাওনের ‘নক্ষত্রের রাত’।
তবে এ ছবিগুলোর মধ্যে সবার আগে ‘জান্নাত’ ছবির কাজে হাত দেবেন তিনি। ছবির নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। বর্তমানে এ ছবির জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। মাহি বলেন, এই কয়েকদিন কোনো ছবির কাজ করিনি। বলতে গেলে ছুটি কাটিয়েছি। তবে ১লা ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জের হরিরামপুরে ‘জান্নাত’ ছবির সেটে কাজ শুরু করব। এখানে টানা ১৫ দিন কাজ করার পরিকল্পনা রয়েছে। ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান এবং চিত্রনাট্য করেছেন আসাদ খান।
ছবিতে আমার বিপরীতে থাকছে সাইমন। এরপর ‘পবিত্র ভালোবাসা’ ছবির কাজ শুরু করব। এছাড়া শাওন আপার ‘নক্ষত্রের রাত’ ছবিরও কাজ করার কথা রয়েছে। বেশ ব্যস্ততায় সময় কাটবে আমার। মাহি এর আগেও শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কাজ করেছেন। তাই নতুন ছবি ‘নক্ষত্রের রাত’ ছবিটি নিয়েও তিনি বেশ আশাবাদী। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার হ্যান্ডসাম’ বিজয়ী বাঁধন। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম।
মাহি এরইমধ্যে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া বাপ্পির সঙ্গে শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতে সজলের বিপরীতে এবং শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবিতে সাইমনের বিপরীতে কাজ করেছেন। এ ছবিগুলোর কাজ এখনও অনেকটা বাকি বলে জানিয়েছেন মাহি। নতুন ছবিগুলোর মাঝে এ ছবিগুলোতে সময় দিয়ে বাকি কাজ শেষ করতে চান মাহি।
তবে মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি দুটি খুব শিগগিরই মুক্তি পাবে। উল্লেখ্য, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়ে অল্প সময়ে আলোচনায় চলে আসেন মাহি। প্রযোজকের মুখে হাসি ফোটানো সম্ভাবনাময়ী এই অভিনেত্রী বিয়ে করার পর একটু নিজেকে গুটিয়ে নিলেও নতুন বছরে নতুন উদ্যমে আবার বড় পর্দায় নিয়মিত কাজ শুরু করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন