নতুন এক গবেষণা- প্রথম সন্তানের বুদ্ধি বেশি হয় !!
শৈশবে বাবা-মায়ের কাছ থেকে বাড়তি মনোযোগ ও মানসিক উদ্দীপনা পাওয়ার কারণে পরিবারের প্রথম সন্তানের বুদ্ধিমত্তা পরের সন্তানগুলোর চেয়ে বেশি হয়। নতুন এক গবেষণা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন, পরিবারের প্রথম শিশুরা বুদ্ধিমত্তার পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি দলের সহযোগিতায় ওই গবেষণা করা হয়।
গবেষণাটি চালানো হয় পাঁচ হাজার শিশুর ওপর। প্রতি দুই বছর পর ওই শিশুদের পরীক্ষা নেওয়া হয়। পরে পরীক্ষার ফল বিশ্লেষণ করে গবেষকেরা ওই সিদ্ধান্তে পৌঁছান।
গবেষকেরা বাবা-মায়ের আচরণের সঙ্গে পরীক্ষার ওই ফল বিশ্লেষণ করেন। তাঁরা দেখেন, প্রথম সন্তানকে বাবা-মায়েরা বেশি মানসিক উদ্দীপনা দিয়ে থাকেন। এর ফলে প্রথমে জন্ম নেওয়া শিশুরা বুদ্ধিমত্তার পরীক্ষায়ও ভালো করেছে।
এই গবেষণা প্রতিবেদনটি হিউম্যান রিসোর্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। হিউম্যান রিসোর্সেস ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের মানসিক অগ্রগতি নিয়ে কাজ করে থাকে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সব শিশুরাই বাবা-মায়ের কাছ থেকে সমান ভালোবাসা পেলেও পরিবারের ছোট সন্তানদের সঙ্গে মস্তিষ্কের উদ্দীপনা ঘটায়—এমন কর্মকাণ্ডে বাবা-মায়েরা কম সময় দিয়ে থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন