নতুন এক রেকর্ডের সামনে বাংলাদেশ দলের অন্যতম ব্যাটসম্যান ‘সৌম্য সরকার’
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবার নতুন এক রেকর্ডের সামনে সৌম্য সরকার। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাট হাতে ২২ গজে আলো ছড়াচ্ছেন সৌম্য। এবার নতুন এক রেকর্ডের সামনে তিনি। ওয়ানডেতে আর মাত্র ৭৫ রান করতে পারলেই এক হাজার রানের মাইলফলক পূর্ণ করবেন সৌম্য।
আগামী তিন ম্যাচের আগে ৭৫ রান সংগ্রহ করতে পারলে বাংলাদেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করবেন তিনি। এর আগে ২০০৪ সালে শাহরিয়ার নাফীস নিজের ২৯তম ওয়ানডে ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। যেটা ভাঙতে পারেনি কেউ। ৩৪তম ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন ইমরুল কায়েস ও নাসির হোসেন।
আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে পাঁচ জনের। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন ২১ ম্যাচে এক হাজার রান পূর্ণ করেন।
উল্লেখ্য, ২৬ ওয়ানডেতে ৪২.০৪ ব্যাটিং গড়ে ৯৭৫ রান করেছেন সৌম্য সরকার। পরবর্তী দুই ম্যাচে ৭৫ রান করলেই নাফীসকে টপকে যাবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন