নতুন করেই শুরু হচ্ছে বিপিএল

সব আয়োজনই সম্পন্ন হয়ে গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিপিএলের জন্য। দর্শকরা গ্যালারিতে এসেছিলেন বর্ণিল সব সাজ নিয়ে। কিন্তু লঘুচাপের কারণে সবাইকে শেষপর্যন্ত হতাশ হতে হয়েছে। অবিরাম বৃষ্টি পণ্ড করে দিয়েছে প্রথম দুইদিনের সব ম্যাচ। বাধ্য হয়েই টুর্নামেন্টটি নতুন করে শুরুর সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
প্রথম দুইদিনের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল দলগুলোকে। তবে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার চাইতে নতুন করে ম্যাচগুলো খেলার ব্যাপারে একমত হয়েছে দলগুলো।
শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সময়সূচি পরিবর্তন সংক্রান্ত জরুরি বৈঠকের আগ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস নতুন করে ম্যাচ খেলার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানায়নি। তাই বেশ পিছিয়েই গেছে তাদের ম্যাচগুলো। নতুন সূচি অনুযায়ী কুমিল্লা ও রাজশাহীর ম্যাচটি হবে আগামী ৩০ নভেম্বর। ৪ নভেম্বরের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর, যেখানে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস।
চিটাগং ভাইকিংস বনাম বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ঢাকা ডায়নামাইটসের খেলাগুলো হবে ১৪ নভেম্বর।
৬ নভেম্বরের পণ্ড হয়ে যাওয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০ ও ২৮ নভেম্বর। ২০ তারিখে চট্টগ্রামে মুখোমুখি হবে বরিশাল ও খুলনা। আর ২৮ নভেম্বর ঢাকায় খেলবে রংপুর ও রাজশাহী।
অন্যান্য ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফলে আগামী ৮ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচটি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংসের মধ্যে এবং এদিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস আর ঢাকা ডায়নামাইটস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন