নতুন করে আন্দোলন শুরু করতে হবে বললেন মির্জা ফখরুল
গণতন্ত্র ফিরে পেতে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গি ও উগ্রবাদীরা এর সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির শীর্ষ পর্যায়ের এ দুই নেতা।
দুই নেতা বলেন, বায়ান্ন আর একাত্তরের মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্র এখন পুরোপুরি নির্বাসিত। কেড়ে নেওয়া হচ্ছে মানুষের অধিকার। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে এমন মন্তব্য করে তাঁরা বলেন, এ আন্দোলনে যুক্ত করতে হবে সব গণতান্ত্রিক শক্তিকে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা ভিন্ন মোড়কে গণতন্ত্রের মোড়কে তারা (আওয়ামী লীগ) আজকে সেই একদলীয় শাসনব্যবস্থাই চালিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে পেতে হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশে তাই নতুন করে আন্দোলন শুরু করতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে একদিকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করব, অন্যদিকে আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকারগুলোকে ফিরিয়ে আনব।’
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘দেশে এখন কোনো গণতন্ত্র নাই, রাজনীতিও নাই। সেজন্য একটা শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতার সুযোগ নিচ্ছে কারা? যারা উগ্রবাদী, যারা জঙ্গিবাদী, যারা সন্ত্রাসী, যারা সুযোগসন্ধানী তারা এই সুযোগ নিচ্ছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন