নতুন করে আবারও পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
নতুন করে আবারও পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। সেই প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যাটেলাইটে সেই প্রস্তুতির ছবিও ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার তিনটি টানেল কমপ্লেক্সে চলছে জোর প্রস্তুতি। আর তাতেই আরও আশঙ্কা জোরদার হয়েছে।
চলতি বছরের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে কমিউনিস্ট এই রাষ্ট্রটি দুটি পারমাণবিক পরীক্ষা চালায়। এবার আগামী সপ্তাহে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এই পরীক্ষা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নির্দেশ পাওয়া মাত্রই তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা তাদের রয়েছে।
এর আগে যতগুলো পরমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা বিশেষ কোনও রাজনৈতিক দিবসকে সামনে রেখে করা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার জন্ম হয়েছিল। সেই উপলক্ষেই গত সেপ্টেম্বরে পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল।
আগামী সোমবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিরও ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ফলে সেই দিনই নতুন করে আবারও পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন