নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর!

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আদিত্য রয় কাপুরের সঙ্গে অনেক দিন প্রেম করেছেন তিনি। কিছুদিন আগে সে সম্পর্কে ভাটা পড়েছে।
তবে এবার শোনা যাচ্ছে, অভিনেতা বিক্রান্ত ম্যাসের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। এমন খবর এখন বলিপাড়ায় উড়ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হাফ গার্লফ্রেন্ড সিনেমায় শ্রদ্ধার সহশিল্পী ছিলেন বিক্রান্ত। সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ইদানিং বিক্রান্তকে শ্রদ্ধার বাড়িতে প্রায়ই দেখা যায়। তারা একান্তে নাকি সময়ও কাটাচ্ছেন। কিছু দিন আগে ছোট হাউস পার্টি দিয়েছিলেন শ্রদ্ধা। এ পার্টিতে শ্রদ্ধার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সেখানেও বিক্রান্তকে দেখা গেছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আশিকি টু সিনেমার সেটে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য-শ্রদ্ধা। তখন মাঝে মধ্যেই শ্রদ্ধার বাড়িতে দেখা যেত আদিত্যকে। কখনো ছুটি কাটাতেও বেরুতেন এই জুটি। পর শোনা যায়, এ সম্পর্ক মেনে নেননি শ্রদ্ধার পরিবার। তারপর নানাভাবেই সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা টেকেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন