নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর!

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আদিত্য রয় কাপুরের সঙ্গে অনেক দিন প্রেম করেছেন তিনি। কিছুদিন আগে সে সম্পর্কে ভাটা পড়েছে।
তবে এবার শোনা যাচ্ছে, অভিনেতা বিক্রান্ত ম্যাসের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। এমন খবর এখন বলিপাড়ায় উড়ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হাফ গার্লফ্রেন্ড সিনেমায় শ্রদ্ধার সহশিল্পী ছিলেন বিক্রান্ত। সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ইদানিং বিক্রান্তকে শ্রদ্ধার বাড়িতে প্রায়ই দেখা যায়। তারা একান্তে নাকি সময়ও কাটাচ্ছেন। কিছু দিন আগে ছোট হাউস পার্টি দিয়েছিলেন শ্রদ্ধা। এ পার্টিতে শ্রদ্ধার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সেখানেও বিক্রান্তকে দেখা গেছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আশিকি টু সিনেমার সেটে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য-শ্রদ্ধা। তখন মাঝে মধ্যেই শ্রদ্ধার বাড়িতে দেখা যেত আদিত্যকে। কখনো ছুটি কাটাতেও বেরুতেন এই জুটি। পর শোনা যায়, এ সম্পর্ক মেনে নেননি শ্রদ্ধার পরিবার। তারপর নানাভাবেই সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা টেকেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন