নতুন করে প্রেমে পড়েছেন প্রভা
চাকরি করতে গিয়ে অফিসের বস কেন্দ্রিক জটিলতায় স্বামীর সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছেন সাদিয়া জাহান প্রভা! এ নিয়ে চলছে তাদের স্বামী-স্ত্রীর মাছে নানা সমস্যা। এ নিয়ে প্রভাও রয়েছেন বেশ দুঃশ্চিন্তায়। এমন গল্পে ‘অথচ ক্যাকটাস নয়’ শিরোনামে নাটক নির্মাণ করছেন নাট্যনির্মাতা ও রচয়িতা শামীমা শাম্মী। নাটকটিতে প্রভাকে দেখা যাবে কবিতা চরিত্রে। চরিত্রটি প্রভার জন্য খুব চ্যালেঞ্জিং। গত সোমবার রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন করা হয়েছে। প্রভা বলেন, ‘কিছু গল্প থাকে যাতে কাজ করতে মন থেকেই চরিত্রের প্রতি মায়া সৃষ্টি হয়। কবিতার প্রতি আমার এমনই মায়া তৈরি হয়েছে যে, কাজটি করতে গিয়ে আমি কবিতা চরিত্রের প্রেমে পড়েছি’। তিনি বলেন, ‘শাম্মী আপা আমাকে অনেক সহযোগিতা করেছেন চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে’। নির্মাতা শাম্মী বলেন, ‘এর আগেও প্রভা আমার নির্দেশনায় অনেক কাজ করেছে। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। অসাধারণ অভিনয় করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে’। উল্লেখ্য, শামীমা শাম্মীর নির্দেশনায় প্রভা এর আগে অভিনয় করেছেন ‘এবং নীল ক্যানভাস’, ‘রক্তদ্রোন’, টেলিফিল্ম ‘নিস্তব্ধতার কিছুক্ষণ’, ‘গোলাপ নয় গ্ল্যাডিউলাস’সহ আরো কিছু নাটকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন