নতুন করে ১০৯টি গণকবরের সন্ধান
মালয়েশিয়ায় নতুন করে ১০৯টি গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন সেদেশের পুলিশ প্রধান জেনারেল খালিদ আবু বকর। এ নিয়ে থাইল্যান্ড সীমান্তের কাছে মালয়েশিয়ার পেরলিস প্রদেশে মোট ১৩৯টি গণকবর পাওয়া গেলো।
এ খবরে উদ্বেগ প্রকাশ করে মানবপাচার ও অভিবাসীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এদিকে, সাম্প্রতিক সময়ে আটক ৭৭ মানবপাচারকারীর মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে আন্তঃসীমান্ত অপরাধের অভিযোগ গঠনের ঘোষণা দিয়েছে থাই পুলিশ।
থাইল্যান্ড সীমান্তবর্তী সংখলা প্রদেশ সংলগ্ন মালয়েশিয়ার পেরলিস প্রদেশে ৩০টি গণকবরের সন্ধান পাওয়ার খবর রোববার জানায় মালয়েশীয় সংবাদমাধ্যম মালয় মেইল অনলাইন। পত্রিকাটির খবরে বলা হয়, এসব গণকবরে থাকতে পারে কয়েকশ’ বাংলাদেশি ও রোহিঙ্গার মরদেহ। এর একদিন পর মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর জানালেন, আরও ১০৯টি গণকবর পাওয়ার তথ্য।
তিনি বলেন, ‘গণকবরগুলো থেকে পাওয়া মরদেহগুলোর ভাগ্যে আসলে কি ঘটেছিল তা সঠিকভাবে বলা সম্ভব হবে ফরেনসিক পরীক্ষার পর। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। পেরলিসের ওয়াং কেলিয়ান ও পাদাং বেসার জেলার জঙ্গলে মানব পাচারকারীদের বন্দীশিবিরও শনাক্ত করেছে মালয়েশীয় পুলিশ। গত ১১-ই মে থেকে ২৩শে মে পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এসব গণকবরের সন্ধান পেয়েছে তারা। এগুলোর একটির অবস্থান চলতি মাসের প্রথম দিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী সাদাও জেলায় পাওয়া গণকবর থেকে মাত্র একশ’ মিটার দূরে।
মালয়েশিয়ায় মানবপাচারকারীদের কোনো বন্দীশিবির নেই প্রথম দিকে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করলেও এখন এতোগুলো গণকবর ও বন্দীশিবিরের সন্ধান পাওয়ার কথা জেনে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সোমবার এক টুইটার বার্তায় তিনি বলেন, মানবপাচারকারী ও অভিবাসীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার।
সীমান্তের কাছে মালয়েশিয়ায় গণকবরের খোঁজ পাওয়ায় মানবপাচার রোধে থাইল্যান্ডের সংকল্প নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে, থাই গণমাধ্যম জানায়, সাম্প্রতিক সময়ে আটক ৭৭ মানবপাচারকারীর ৪৬ জনের বিরুদ্ধে এরই মধ্যে আন্তঃসীমান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ আনার প্রক্রিয়া শুরু করেছে সেদেশের পুলিশ। পাশাপাশি, মানব পাচার, বিদেশিদের অনুপ্রবেশে সহায়তা করা এবং বিদেশিদের জিম্মি করার অভিযোগও আনা হচ্ছে তাদের বিরুদ্ধে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন