রবিবার, অক্টোবর ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন গুঞ্জনঃ শাকিব-অপু কি সত্যি বিচ্ছেদের পথে ?

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর একদিনও এক ছাদের নিচে থাকা হয়নি তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের। ভক্তদের শোনাতে পারেননি কোনও খুশির খবর। উপরোন্তু কদিন বাদে বাদেই নানা গুঞ্জনের ছড়াছড়ি আলোচিত এ জুটিকে নিয়ে।

নতুন গুঞ্জন তাদের বিবাহবিচ্ছেদ। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের মাধ্যমে যে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি স্থায়ীভাবে আলাদা হয়ে যাওয়ার পথে হাটছেন শাকিব-অপু। তবে এমন গুঞ্জন কতোটা সত্যি সেটা এখনও পরিষ্কার নয়।

বিচ্ছেদ বিষয়ে অবশ্য শাকিব-অপু দুজনেরই আলাদা আলাদা বক্তব্য তুলে ধরা হয়েছে গণমাধ্যমে। সেখানে শাকিব বলেন, সময় হলে সবই জানতে পারবেন। এ নিয়ে এখন কথা বলার কিছু নেই।’ খানের কথায় পরিষ্কার নয় কিছুই। কেননা, বিচ্ছেদ প্রশ্নের উত্তরে তিনি হ্যা বা না কোনটাই বলেননি। শাকিব খান তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন বলেও গুঞ্জন উঠেছে।

অন্যদিকে, এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপুও। তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কথা বাড়াতেও চাই না। এ নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। মাথা ব্যথা না থাকলে সেটি নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করারও বিষয় নাই। যা হওয়ার হচ্ছে, হোক।’

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করার পর প্রায় নয় বছর তা গোপন করে রেখেছিলেন শাকিব-অপু। এরই মধ্যে তাদের কোল জুড়ে আসে ছেলে আব্রাম জয়। কিন্তু তখনো বিয়ের কথা লুকিয়ে রাখেন এই তারকা দম্পতি। ছেলের জন্ম দিতে ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ উধাও হয়ে যান অপু। ভারতের কলকাতার একটি হাসপাতালে গত বছরের ২৭ সেপ্টেম্বর পৃথিবীর আলো দেখে আব্রাম জয়। এরপর কেটে যায় আরো সাত মাস।

গত ১০ এপ্রিল সাত মাসের ছেলে জয়কে নিয়ে অপু হঠাৎ হাজির হন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে ছেলেকে কোলে নিয়ে অপু প্রকাশ করেন তাদের বিয়ের কথা। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব খানই তাদের বিয়ে ও ছেলের কথা লুকিয়ে রাখতে উদ্বুদ্ধ করেন বলে জানান অপু। কিন্তু ছেলেকে আর লুকিয়ে রাখতে তার ভালো লাগছিল না।

এ ঘটনায় শাকিব প্রথমে উত্তেজিত প্রতিক্রিয়া দেখালেও বিয়ে ও ছেলের কথা স্বীকার করে নেন। তবে ক্ষুব্ধ হন অপুর ওপর। যদিও তিনি পরে জানান, স্ত্রী অপু ও ছেলে জয়কে নিয়ে সুখের সংসার করতে চান তিনি। কিন্তু এরপর কেটে গেছে আরো সাত মাস। এখনো এক ছাদের নিচে থাকা হয়নি শাকিব-অপুর। এমনকি গত ২৭ সেপ্টেম্বর ছেলের প্রথম জন্মদিন আলাদাভাবে উদযাপন করেন দুজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত