নতুন চমক নিয়ে আসছেন অনন্ত-বর্ষা

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা দর্শকদের সামনে নতুন পরিচয়ে নতুন চমক নিয়ে আসছেন। ‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে অনন্ত জলিল-বর্ষা নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হয়েছেন। দুজনকে দেখা যাবে আলাদা দুটি পর্বে।
এর আগে এই তারকাদ্বয়কে এমনরূপে কখনো দেখা যায়নি। এই অনুষ্ঠানে প্রচার হবে অনন্ত-বর্ষা অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান।
ক্যামেরার সামনে অনন্ত-বর্ষা বলবেন, গানগুলো দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। সাভারের মনোরম লোকেশনে চলতি সপ্তাহে এর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির মূল উপজীব্য নিয়ে অনন্ত জলিল বলেন, আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটির কনসেপ্টটা দারুণ। এখানে আমিই উপস্থাপক আবার আমিই অতিথি। মানে আমি নিজেই নিজের অতিথি। ব্যাপারটা বেশ ভালো লেগেছে।
বর্ষা বলেন, ‘আমার অভিনীত কিছু ছবির জনপ্রিয় গান প্রচার হবে অনুষ্ঠানে। প্রতিটি গানের শুটিংয়ের পেছনের গল্প, নির্মাণের প্রেক্ষাপট ওই ছবিতে কাজের মজার অভিজ্ঞতা শেয়ার করব। এই অনুষ্ঠানে এবারই প্রথমবার আসলাম। আশা করছি, অনুষ্ঠানটি প্রচার হলে দর্শকরা দেখে বেশ এনজয় করবেন।’
‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। জানা গেছে, একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠানমালায় অনন্ত-বর্ষার এই অনুষ্ঠান দুটি আলাদা আলাদা দিন প্রচার হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন