নতুন চমক পরী মনির
নিজেকে যেন কিছুটা আলাদাভাবেই উপস্থাপন করতেই পছন্দ করেন হালের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। গত শনিবার রাতেও তেমন এক সাসপেন্স উপহার দিলেন তিনি। নিজের ফেসবুকে একটি ছবি আপলোড করেন নায়িকা। যেখানে দেখা যায়, গাড়ি বারান্দায় কোটি টাকা মূল্যের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।
ছবিটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘ইয়াও, আমার নতুন বিএমডব্লিউ। আমি ভালোবাসি কালো, কালো, কালো’। তাঁর পরনেও ছিল কালো রঙের শাড়ি। কিন্তু গাড়িটি তিনি কিনেছেন, না কেউ তাকে উপহার দিয়েছেন সে বিষয়ে কিছু লিখেননি। এ প্রসঙ্গে জানতে তাঁর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ডাবিং-এর কাজে ব্যস্ত আছেন বলে এসএমএসের মাধ্যমে জানান।
উল্লেখ্য, পরীমনি বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছবির জন্য তাকে ফাইটও শিখতে হচ্ছে। এ মাসেই ছবিটির শুটিং করতে দার্জিলিং যাবেন এই অভিনেত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন