নতুন ছয়টি রুটে চলবে বাংলাদেশ বিমান

ঢাকা: নতুন ছয়টি রুটে চলবে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’। এর মধ্যে পাঁচ রুটের ফ্লাইট চলতি অর্থবছরের শীতকালীন সময়সূচিতে চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের শীতকালীন সময়সূচিতে চীনের গুয়াংজু, শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপের মালে, ভারতের দিল্লি ও হংকং রুটে বিমানের ফ্লাইট সমপ্রসারণের পরিকল্পনা করা হয়েছে। আর জাপানের টোকিওতে ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।
উড়োজাহাজ সংগ্রহ ও ব্যবসায়িকভাবে লাভজনক মনে হলে ২০১৭ সালে গ্রীষ্মকালীন সময়সূচিতে টোকিও রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের।
সমপ্রতি বিমান বহরে যুক্ত হওয়া ১৬২ সিটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ও ‘মেঘদূত’ দিয়ে নিকট গন্তব্যের এসব রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নতুন রুটগুলোর মধ্যে গুয়াংজুতে ফ্লাইট সম্প্রসারণের প্রাথমিক ধাপে বাজার জরিপের কাজ শেষ হয়েছে। বিমানের করা জরিপে সম্ভাব্য রুটটিকে লাভজনক উল্লেখ করা হয়েছে।
নতুন রুট চালুর বিষয়ে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সব গন্তব্যের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। কমিটি এ বিষয়ে প্রতিবেদনও জমা দিয়েছে। এ নিয়ে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠক হয়েছে। সহসাই রুটগুলো চালু করা সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন