নতুন জীবনে পা রাখলেন কণ্ঠশিল্পী ঐশী
হৃদয় খানের হাত ধরে সঙ্গীতাঙ্গনে পা রাখলেও ঐশীকে নিয়ে আলোচনা শুরু হয় তার নিজের প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশের পর। এই অ্যালবামে ইমরানের সঙ্গে তার গাওয়া ‘তুমি চোখ মেলে তাকালে’ শিরোনামের গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এরপর ঐশীর কণ্ঠে ‘দিল কি দয়া হয়না’ গানটি মানুষ বেশ পছন্দ করেছে। নোয়াখালীর মেয়ে ঐশী। এতোদিন ঢাকা-নোয়াখালী যাতায়াতের মধ্য দিয়েই গান করে গেছেন। তবে ২০১৫ সালে এইচএসসি পাশের পর থেকে ঢাকাতেই থেকেছেন বেশিরভাগ সময়। এবার পাকাপাকিভাবে ঢাকায় বসতি গড়লেন তিনি তার পরিবারের সঙ্গে।
কলেজের গণ্ডি পেরিয়ে শুরু করেছেন মেডিকেলে পড়াশোনা। ভর্তি হয়েছেন ‘এমএইচ সমরিতা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল’এ। গত ১১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে তার। প্রথমদিন কেমন কাটল ক্লাসে? উত্তরে ঐশী প্রিয়.কমকে বলেন, ‘মানুষের শরীর নিয়ে পড়াশোনা। আমি অনেক এক্সসাইটেড। অনেক ভালো লাগছে। মজার ব্যাপার হল আমার সঙ্গে যারা পড়াশোনা করছেন তাদের অনেকেই লাশ দেখে ভয় পাচ্ছে কিন্তু আমার মধ্যে কোন ভীতি কাজ করছে না। সবমিলিয়ে অন্যরকম অনুভূতি।’
নতুন পরিবেশ। আশেপাশে নেই চেনা বন্ধু-বান্ধব। মানিয়ে নিতে পেরেছেন কিনা জানতে চাইলে ঐশী বলেন, ‘তেমন কোন সমস্যা হচ্ছে না। তবে আমার আগের বন্ধুদের অনেক মিস করছি। এখানে প্রথমদিনেই অনেকের সঙ্গে ভাব জমে গেছে। সবার সঙ্গে মিলেমিশেই উপভোগ করছি মেডিকেলের প্রথম দিনগুলো।’
কণ্ঠশিল্পী ঐশী আমাদের সহপাঠী এটা ভেবে ক্লাসের কারও মাঝে কোন উত্তেজনা কাজ করছে কিনা জানতে চাইলে ঐশী জানান, ‘দেখুন, বন্ধুত্ব কোন পরিচয় দিয়ে হয় না। হ্যাঁ, অনেকেই আমাকে চিনেছে এবং অনেকেই আমার গান পছন্দ করে কিন্তু তার মানে এই নয় যে এর জন্যই তারা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। ‘বন্ধুত্ব’ সম্পর্কটা সবকিছুর উপরে।’
মেডিকেল সায়েন্স অনেক কঠিন এবং দায়িত্বপূর্ণ একটি বিষয়। এমন একটি বিষয়ে পড়াশোনার পাশাপাশি গান চালিয়ে যাওয়া কি একটু কঠিন হয়ে পড়বে না? এ বিষয়ে ঐশীর উক্তি, ‘মেডিকেল সায়েন্সটা আমি অনেক উপভোগ করছি। এর উপর আমার অনেক আগ্রহ। সেই আগ্রহই আমাকে এই বিষয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইন্ধন যোগাবে। গানের ক্ষেত্রেও একই। গানও আমার দুর্বলতার একটি জায়গা। এটাও আমি অনেক উপভোগ করি। আর গান এবং পড়াশোনা, আমার কাছে এই দুটোর মধ্যে যেহেতু কনটাই কোনটার থেকে কম নয় সুতরাং সমান গুরুত্ব দিয়ে দুটি জিনিসই পাশাপাশি চালিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।’
বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঐশী। জানালেন বেশ কিছু মিক্সড অ্যালবামে গান করেছেন এর মধ্যে। পাশাপাশি গান করেছেন সিনেমায় এবং নাটকে। সবমিলিয়ে গান এবং পড়াশোনা নিয়ে ভালোই সময় পার করছেন এই নবাগতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন