নতুন নিয়মে খুশি দু প্লেসি, একটি বলই পারে টি-টোয়েন্টি ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে
একটি বলই পারে টি-টোয়েন্টি ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে। তাই সব ‘নো’ বলেই ফ্রি-হিট দেওয়ার নতুন নিয়মে রোমাঞ্চিত ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বিশ্বাস, নতুন নিয়ম অনেক বড় পার্থক্য গড়ে দেবে। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সব নো বলে ফ্রি হিটের নতুন নিয়মের শুরু হবে এই ম্যাচ দিয়েই।
দু প্লেসি নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। “(সব ‘নো’ বলে ফ্রি-হিট দেওয়া) একটা ভালো নিয়ম। অবশ্যই এই নিয়ম বড় পার্থক্য গড়ে দেবে। ইনিংসের শেষ দিকের একটি বিমার ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে।”
সম্প্রতি বার্বাডোজে আইসিসি বার্ষিক সাধারণ সভায় ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে কয়েকটি পরিবর্তন আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই ফ্রি-হিট দেওয়ার সিদ্ধান্ত হয়। আগে কেবল পায়ের ‘নো’ বলে (ওভার স্টেপিং) ফ্রি-হিট দেওয়া হতো।
রান ঠেকাতে টি-টোয়েন্টিতে অনেক ফুলটস বল করেন বোলাররা। নিয়ন্ত্রণ ঠিক না থাকায় কিছু বিমার হয়ে যায়। নতুন নিয়ম হওয়ায় ফুলটস বল করার সময় এখন থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বোলারদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন