নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে যাব : ইমন


চিত্রনায়ক ইমন। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও দুই মাধ্যমেই জায়গা করে নিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে নাটক টেলিফিল্মের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের কেনাকাটা নিয়ে সঙ্গে কথা হয় তার। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘শুটিংয়ের কস্টিউমের জন্য অনেক কেনাকাটা করতে হয়। দেশে বা দেশের বাইরে যে পোশাকটা ভালো লাগে তা কিনে ফেলি। তারপরেও ঈদ উপলক্ষে কিছু না কিছু কেনা চাই-ই চাই। না হলে যেন ঈদের আনন্দ পূর্ণ হয় না। ঈদ উপলক্ষে পাঞ্জাবি আর জুতা কিনেছি। নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে যাব।’
তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে গ্রামের বাড়িতে যাবার তাড়াহুড়ো নেই, আমার পরিবার ঢাকায় থাকেন। শ্বশুর বাড়িও ঢাকাতে। তাই কেনাকাটা জন্য একটু সময় ঠিকই পেয়ে যাব। তবে কবে-কখন করতে পারব, তা এখনো বলতে পারছি না। শুটিংয়ের ফাঁকে সময় বের করা কঠিন। তাতে কি! ঈদের আগের দিন পর্যন্ত কেনাকাটা করা যাবে। তা ছাড়া চাঁদ রাতে কেনাকাটাতেও অনেক আনন্দ।’
ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়িতে যাবেন ইমন। এ সময় তার সংগ্রহে নতুন যে পোশাক আছে, সেখান থেকেই কোনো একটি পোশাক পরবেন বলেও জানান এই অভিনেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













