নতুন প্রযুক্তি আনল লিপ মোশন কন্ট্রোলার
ভিআর হেডসেটে লিপ মোশন কন্ট্রোলারের ভূমিকা বেশ কিছুদিন ধরেই সমালোচিত হয়ে আসছে। এতদিন যাবত এমন সমালোচনাও হয়েছে যে, ভিআর হেডসেটে এটির বাস্তব প্রতিফলন তেমন ভালো ছিল না। এবার মোশন লিপ কন্ট্রোলারের জন্য তৈরি করা হয়েছে ‘অরিয়ন’ নামের নতুন এক সফটওয়্যার, এর মাধ্যমে ভিআর হেডসেট আরও নিখুঁতভাবে ব্যবহার করা যাবে বলে মনে করেন নির্মাতারা।
এইচটিসি ভাইভ এবং অকুলাস এর মত ভিআর ডিভাইসগুলো বর্তমানে যেসব কন্ট্রোলার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে সেগুলো তেমন ভালো ফলাফল দেয়নি। কিন্তু নতুন এই ভিআর লিপ মোশন প্রযুক্তি ভার্চুয়াল রিয়ালিটিতে পুরো হাতের নিখুঁত প্রতিচ্ছবি তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে বিবিসি।
১৮ ফেব্রুয়ারি ডেভেলপারদের জন্য বের করা হয় এই সফটওয়্যার। বর্তমানে ব্যবহৃত হচ্ছে এমন সব লিপ মোশন ডিভাইসেও এটি কাজ করবে।
এ বিষয়ে লিপ মোশনের প্রধান নির্বাহী মাইকেল বাকওয়াল্ড জানান, এই ডিভাইসটি বাজারে জনপ্রিয় প্রায় সব হেডসেটেই চলবে।
বর্তমানে লিপ মোশন ডিভাইসগুলো ভিআর হেডসেটের উপর ছোট একটি স্ট্যান্ডের উপর বসানো থাকে। নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীকে আরো বেশি আনন্দ পেতে এবং নতুন ইউজার ইন্টারফেইস পেতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন এর নির্মাতারা।
কয়েক বছর ধরে লিপ মোশন প্রাথমিকভাবে আলোচনায় আসতে পারলেও, এটি ব্যবহারকারীদের কল্পনার প্রযুক্তিকে ঠিক মত ধরতে পারেনি। তাই, ৭৯ মার্কিন ডলারের এই ডিভাইসের বিক্রির হারও ছিল মোটামুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন