শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন বেতন কাঠামোর গেজেট যেকোন দিন

চলতি মাসের যে কোনদিন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর গেজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ কক্ষে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, আইন সচিব আবু সালেক শেখ মো.জহিরুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন করে কিছু বলার নাই। বেতন কাঠামো নিয়ে কারো কারো অভিযোগ রয়েছে। সেগুলো পর্যালোচনা হচ্ছে। এর আগেও একটি বৈঠক হয়েছে। বেতন বৈষম্য নিরসনে যে কমিটি গঠন করা হয়েছে এটা তার দ্বিতীয় বৈঠক। আমরা অনেক দূর এগিয়েছি। আশা করছি চলতি মাসের যে কোন দিন গেজেট ঘোষণা করা হবে।

সম্প্রতি মন্ত্রিসভায় বেতন কাঠামো অনুমোদনের পর সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বাতিলের তীব্র প্রতিবাদ করেন এবং তা পুনর্বহালের দাবি জানান। এসব দাবির পরিপ্রেক্ষিতে অষ্টম বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছিলেন, সব দাবি মানা সম্ভব নয়। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি যেন সহজে হয় সেজন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিকল্প কি করা যায় সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গত ১ নভেম্বর বেতন বৈষম্য নিরসনে গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছিলেন, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকুরিজীবী, শিক্ষক কারো স্বার্থ ক্ষুন্ন হবে না। সবার বিদ্যমান সুযোগ সুবিধা অক্ষুন্ন রাখা থাকবে। বরং কিছু কিছু ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল থাকবে।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করা হয়। সচিব কমিটিও তা বহাল রাখে। আর এ নিয়ে সরকারি চাকুরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন অর্থমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত