শনিবার, এপ্রিল ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন ভোগান্তি নগরীর বুকে উড়াল সড়ক জুড়ে!

যানজটের নগরী ঢাকায় ভোগান্তি কমানোর প্রত্যাশা নিয়ে সপ্তাহখানেক আগে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সব দ্বার খুললেও নতুন নতুন জায়গায় যানজটে হতাশা দেখা দিয়েছে চলতি পথের যাত্রীদের। রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ চৌধুরীপাড়া, ওয়্যারলেস গেট ও বাংলামোটরে খোলা নতুন র‌্যাম্পগুলো দিয়ে উঠে অন্য কোনো র‌্যাম্প দিয়ে নামার সময়ই পড়তে হচ্ছে যানজটে। যানজট তৈরি হচ্ছে ফ্লাইওভারের নিচের সড়কেও।

ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীর মগবাজার-মৌচাক উড়াল সড়কের কারণে বাংলামোটর ও কাকরাইলে যানজট আগের চেয়ে বেড়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাংলামোটরে যেখানে উড়াল সড়ক শেষ হয়েছে, সেখানেই যানবাহনের জট। সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বলেন, এটা ভিআইপি রোড। এখানে রাস্তাটা সবসময় সচল রাখতে হয়। আগে মৌচাক-মগবাজারের দিক থেকে অল্পকিছু গাড়ি আসত। কিন্তু ফ্লাইওভার চালুর পর গাড়ির চাপ বেড়ে গেছে। গাড়ি দীর্ঘসময় আটকে থাকে।

তিনি আরও বলেন, প্রায়ই উড়াল সড়কের যানজট মৌচাক ছাড়িয়ে যায়। তারা হিমশিম খাচ্ছেন এ পয়েন্টের যানজট সামলাতে।

বাংলামোটরে গাড়ির যন্ত্রাংশের দোকানি তাহের মল্লিক বলেন, উড়াল সড়ক হওয়ার আগে কেউ বুঝতে পারেনি কী সমস্যা হতে পারে। এখানে বাংলামোটর ও সোনারগাঁও লিংক রোডে প্রচুর রিকশা চলাচল করে। এমনিতেই যানজট লেগে থাকে।

যানজটে ক্ষুব্ধ অটোরিকশা চালক আবদুল কাইয়ুম বলেন, ‘ফ্লাইওবার তো আর আমারে জিগায়া বানায় নাই। আমারে জিগাইলে কইতাম ফ্লাইওভারটা বাংলামোটর সিগন্যালটা পার কইরা দিত। হেইপারে নিয়া একটা মুখ সোজা সোনারগাঁও রোড আরেকটা মুখ ডানে হোটেল সোনারগাঁওয়ের দিকে দিবার কইতাম। এইপারে আইটকা থাকা লাগত না। এইখানে নামাইয়া কোনো কাম হয় নাই।’

উদ্বোধনের পর থেকে ফ্লাইওভারটির বিভিন্ন পয়েন্টে চলাচলের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, শুধু বাংলামোটরের দিকে নয়, হলি-ফ্যামিলির সামনে যানজটে পড়তে হয়। এছাড়া রামপুরা, মগবাজার থেকে এসে রাজারবাগ নামার পথেও পড়তে হয় যানজটে।

ফ্লাইওভারে এসে বাংলামোটরে নামলে যানজটে পড়তে হয় বলে এখন আর ফ্লাইওভারে ওঠেন না গোড়ানের বাসিন্দা মোহাম্মদ একরাম উল্লাহ ভূঁইয়া। বাংলামোটরের একটি ব্রোকারেজ হাউজের এ কর্মকর্তা বলেন, সবগুলো র‌্যাম্পের মুখে সিগন্যাল এই ফ্লাইওভারের একটি বড় দুর্বলতা। আমি যেখানে নামব সেখানেই জ্যাম লাগে, যেদিক দিয়ে উঠব সেখানেও জ্যাম লাগে। এ কারণে উঠি না। এ ফ্লাইওভারটার মূল সমস্যা হলো যেসব জায়গায় ওঠা-নামার ব্যবস্থা সেসব জায়গা খুবই ক্রাউডি। নেমেই সিগন্যালে পড়তে হয়।

ফ্লাইওভার দিয়ে আসা গাড়ির চাপের পাশাপাশি সড়কের পাশের গাড়ির যন্ত্রাংশের দোকানগুলোতে আসা যানবাহন সড়কে পার্ক করার কারণে এই এলাকায় যানজট বাড়ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামিম বলেন, যে গাড়িগুলো রাজারবাগ-মৌচাক হয়ে ৩/৪টি সিগন্যাল পেরিয়ে বাংলামোটর পর্যন্ত আসত সেগুলো এখন ফ্লাইওভারের ওপর দিয়ে সিগিন্যাল ছাড়াই অল্প সময়ে বাংলামোটরের দিকে চলে আসছে। যে কারণে এখানে চাপ বেড়েছে ফলে যানজট তৈরি হচ্ছে।

উড়াল সড়কটির বাস্তবায়ন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক সুশান্ত কুমার পাল বলেন, ফ্লাইওভারের সবগুলো নামার পথে তেমন একটা যানজট নেই। তবে বাংলামোটর সিগন্যালের আগ পর্যন্ত যানজট কিছুটা সৃষ্টি হচ্ছে। এটা আসলে ফ্লাইওভারের জন্য নয়। বাংলামোটরের সিগন্যালটি খুবই ব্যস্ত সিগন্যাল। এখন ফ্লাইওভার দিয়ে যাতায়াতের সুবিধার কারণে চাপ আরও বেশি হয়েছে। যে কারণে যানজট দেখা দিচ্ছে।

ফ্লাইওভার হলেই যে যানজট কমে যাবে এটা ঠিক নয়, যানজট কমানোর জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে ফ্লাইওভার একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ