নতুন রুপে ফিরতে চান এনামুল
গত বছর বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির কারনে দল থেকে ছিটকে পড়েম তরুণ টাইগার ওপেনার এনামুল হক বিজয়। তার জায়গায় দলে ডাক পড়ে সৌম্য সরকারের এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এনামুলের। ৩০ ওয়ানডেতে ৩৫.১৮ গড়ে করেন ৯৫০ রান । বাংলাদেশি ক্রিকেটার মধ্যে সর্বোচ্চ গড় অধিকারীও তিনি, তারপরও জাতীয় দলে জায়গা হয়নি এই তরুন টাইগারের।
তবে আগের জায়গাটা পুনরুদ্ধার করতে চান এনামুল। এ জন্য প্রচণ্ড পরিশ্রমও করছেন তিনি। এনামুলের পারফরম্যান্সের চেয়ে তার ব্যাটিংয়ের ধরন নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। দলের সিনিয়র এক ক্রিকেটারের অভিযোগ, এনামুল দলের জন্য ‘নিঃস্বার্থভাবে’ খেলেন না। কিছুটা ‘ব্যক্তিগত স্বার্থ’ নিয়েই মাঠে নামেন তিনি। তবে বিষয়টি নিয়ে খুব সিরিয়াস এনামুল। আসন্ন প্রিমিয়ার লিগে ‘নিজের জন্য খেলে’ এমন অভিযোগ থেকে রেহাই পেতে চান তিনি।
এবার প্রিমিয়ার লিগে নতুন এক বিজয়কে দেখা যাবে। ভক্ত থেকে শুরু করে সমালোচকদের জন্য নতুন চমক হয়ে আসবেন তিনি। এই বিষয়ে এনামুল বলেন; বিস্বকাপের ইনজুরির পর দলে।জায়গা পেয়ে কঠোর পরিশ্রম করেছি আশা ছিল টি২০ বিস্বকাপে দলে।ফেরার সুযোগটা পাবো কিন্তু এখন আর তা নিয়ে ভাবছি আসন্ন প্রিমিয়ার লীগে আমি নিজের সামর্থ্য প্রমাণ করতে চাই।আপনারা হয়ত নতুন এক এনামুলকে দেখতে পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন