নতুন রূপে আসছেন ইয়ামি গৌতম
অভিনেত্রী ইয়ামি গৌতম এ পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলোর সবকটাতেই তিনি খলনায়কের প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। বেশ কিছু ছবিতে তাঁর জীবনাবসান হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত হিট ছবি ‘কাবিলে’ও তিনি খলনায়কের অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তবে ইয়ামি গৌতম সিদ্ধান্ত নিয়েছেন আর না! আর তিনি বিনা যুদ্ধে ছাড় দিতে নারাজ। বলিউডের বড় বড় খলনায়কদের তিনি একহাত দেখে নিতে চান। আর তাই আসন্ন ছবি ‘সরকার থ্রি’ তে অদম্য আপসহীন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ইয়ামি গৌতম বলেন, “যদিও ‘সরকার থ্রি’ চলচ্চিত্রটি কারাতে কিংবা স্ট্যান্ট দেখানোর কোনো ছবি নয়, তবে হ্যাঁ আপনারা আমাকে বন্দুক হাতে অবশ্যই দেখবেন। ডিসেম্বরের দিকে আমরা কিছু দৃশ্য ধারণের কাজ শেষ করেছি এবং অ্যাকশন দৃশ্যের পরিচালক আমাকে বলছিলেন বন্দুক হাতে প্রতিদিন অনুশীলন করতে। এর আগে যখন আমি রামু স্যারকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে এই চরিত্রের জন্য কীভাবে প্রস্তুত হতে বলেন, তিনি বলেছিলেন দয়া করে কিছু করার দরকার নেই। তিনি আমাকে তাঁর স্টুডিওতে আসতে বলেন এবং চলচ্চিত্রে আমাকে নিয়ে যা বলতে চান সে রকম কিছু স্থিরচিত্র তুলতে বলেন। তখনো আমি ‘সরকার থ্রি’ ছবিতে চুক্তিবদ্ধ হইনি। যখন আমি সেই ছবিগুলো দেখলাম আমার মনে হলো এ রকমটা আমাকে কখনো দেখা যায়নি। তাই আমি ‘সরকার থ্রি’ ছবিতে চুক্তিবদ্ধ হতে রাজি হয়ে যাই।”
ইয়ামি গৌতম ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন বিগ বি অমিতাভ, মনোজ বাজপাই, জ্যাকি শ্রফ, রণিত রয় প্রমুখ। ছবিটি মুক্তি পাবে এ বছরের ৭ এপ্রিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন