নতুন রূপে সাজছে ‘মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম’

টানা ম্যাচের পর খানিকটা বিশ্রাম পেয়েছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সে সময়টা কাজে লাগাচ্ছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। প্রায় ১০ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটকে নতুন করে সাজাচ্ছে তারা। জানুয়ারিতে শুরু হওয়া মাঠের সংস্কার কাজ জুলাই-আগস্টের মধ্যে শেষ করার আশা বিসিবির গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের।
‘প্রায় ১০ বছর হলো মিরপুরের মাঠ তৈরি হয়েছে। আমরা ড্রেনেজ পদ্ধতিটা একটু ঝালিয়ে নিচ্ছি। যেসব জায়গায় সমস্যা মনে হচ্ছে সেগুলো মেরামত করছি। সপ্তাহখানেক পর আমরা বালু দিয়ে মাঠ ভরাট করবো। আশা করছি, জুলাই-আগস্টের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে।’
এরইমধ্যে ৪৫ শতাংশ কাজ ঘুচিয়ে ফেলেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটি। আগামী সপ্তাহে শেষ হবে মাটি তোলার কাজ। তারপর শুরু হবে মাঠ ভরাটের প্রক্রিয়া। নতুন মাটির উপর লাগানো হবে সবুজ ঘাস।
সংস্কার কাজ শেষ হলে মিরপুরের মাঠটি আরও বেশি সমৃদ্ধ হবে। এমনিতে মাঠের কোনো সমস্যা নেই। বৃষ্টির হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব। তবুও আমরা আরও ভালো করতে চাচ্ছি। নতুনভাবে ঘাস বসানো হলে আউটফিল্ড আরও দ্রুতগতির হবে। মন্তব্য সৈয়দ আব্দুল বাতেনের।
২৬ হাজার দর্শক ধারণক্ষমতার মিরপুর স্টেডিয়ামটি স্থাপিত হয় ২০০৬ সালে। শুরুতে এটি মিরপুর স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ওই বছরই বাংলাদেশ ক্রিকেট দলের নিজস্ব মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুরকে ক্রিকেট স্টেডিয়াম করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন