নতুন রেকর্ড, বোল্ড হলেন ধোনি, তবুও মিলল বাউন্ডারি, অবিশ্বাস্য লাগলেও সত্যি

যুবরাজকে যোগ্য সঙ্গত করেন পুরনো বন্ধু মহেন্দ্র সিংহ ধোনি। তিনিও ব্যাট হাতে জ্বলে ওঠেন লক্ষ্মীবার।
ক্রিকেট মাঠে তো ভারত কত রেকর্ডই গড়েছে, তার ইয়ত্তা নেই। কিন্তু এমন রেকর্ড এর আগে কোনওদিন হয়নি। কটকেই হল সেই রেকর্ড।
ভারতের কাছে পয়মন্ত কটক। এই মাঠে খেলা মানেই ভারত অবধারিত ভাবে জিতবে। বৃহস্পতিবার কটকে পঞ্জাবতনয় যুবরাজ সিংহ নিজের সেরা ইনিংসটা খেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এমন ইনিংস আগে কখনও খেলেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান। যুবির দুর্দান্ত ইনিংস দেখার পরে সবাই বলতে শুরু করে দিয়েছেন, ইংরেজদের বিরুদ্ধেই নিজের সেরাটা তুলে ধরেন যুবরাজ সিংহ। ২০০৭-এর টি টোয়েন্টি বিশ্বকাপে যুবি ইংল্যান্ডের বিরুদ্ধেই ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন এক ওভারে।
যুবরাজকে যোগ্য সঙ্গত করেন পুরনো বন্ধু মহেন্দ্র সিংহ ধোনি। তিনিও ব্যাট হাতে জ্বলে ওঠেন লক্ষ্মীবার। কটকে অনেক রেকর্ডের মধ্যে আরও একটি রেকর্ড হয়েছে, যা শুনে দেশের ক্রিকেটভক্তদের
চোখ কপালে উঠতে বাধ্য। এমন রেকর্ডের কথা আগে কখনও শোনেননি ভারতের ক্রিকেটপাগলরা। কী সেই রেকর্ড?
ঘটনা হল, ইংরেজ বোলারদের রাতের ঘুম তখন কেড়ে নিচ্ছিলেন ধোনি। সংহার মূর্তি ধারণ করেছেন রাঁচির রাজপুত্র। লিয়াম প্ল্যাঙ্কেট নো বল করেছিলেন। ফলে ফ্রি হিট পায় ভারত। স্ট্রাইক নিচ্ছিলেন মাহি। প্ল্যাঙ্কেটের বলে ফ্রি হিট থেকে কোনও রানই নিতে পারেননি ধোনি। উলটে তাঁর উইকেট ভেঙে দেয় প্ল্যাঙ্কেটের সেই ডেলিভারি। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই মনে করতে পারেন, এর মধ্যে রেকর্ডটা হল কোথায়। রহস্যটা অন্য জায়গায়। প্ল্যাঙ্কেটের বল ধোনির উইকেট ভেঙে দেওয়ার পরে তা সোজা সীমানার বাইরে চলে যায়। অর্থাৎ চার রান যোগ হয় ভারতের ইনিংসে।
এটাই রেকর্ড। এর আগে ভারতীয় দলের সঙ্গে ওয়ানডে-তে এমন ঘটনা ঘটেনি। ফ্রি হিটের বল উইকেট ভেঙে দিয়েও তা বাউন্ডারি লাইনের বাইরে চলে গেল, এমন ঘটনা আগে ঘটেনি ভারতের সঙ্গে। অর্থাৎ নো বলের জন্য এক রান এবং ফ্রি হিটের জন্য চার রান। মোট পাঁচ রান যোগ হয় ভারতের ইনিংসে। এমন রেকর্ড আগে হয়নি ভারতীয় ক্রিকেটে। এ বার সেই রেকর্ড হল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন