নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়েছে। নদী ও সমুদ্রগুলো উত্তাল থাকায় নৌযান চলাচলে অধিকাংশ নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মার্চ-এপ্রিল-মে এই তিন মাস দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখীসহ দমকা হাওয়ার সঙ্গে হবে বৃষ্টি।
জানা গেছে, আগামী জুন মাস পর্যন্ত বৃষ্টিপাতের মৌসুম। এই সময়টায় আকাশ পরিষ্কার থাকবে খুব কম সময়। বৃষ্টিপাতের সম্ভাবনাই এ সময়টাতে বেশি। আগামী কয়েক দিনে দেশের অন্যত্র কালবৈশাখী হতে পারে বলেও জানা গেছে।
এদিকে ঢাকায় দুপুরের পর বৃষ্টিপাত হওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছে দুর্ভোগে।
বৃহস্পতিবার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩ মিলিমিটার। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৫ এবং আজকের সর্বনিন্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ৩০ থেকে ৪০ কি.মি. ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন