নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমাদের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলেনবার্গ। নির্বাচনী প্রচারণায় ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পের ইঙ্গিতের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘একা হয়ে যাওয়া’ ইউরোপ বা যুক্তরাষ্ট্র কারো জন্যেই এটা কোনো বিকল্প না।
তিনি বলেন, পশ্চিমা প্রজন্ম স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি।
নির্বাচনী প্রচারের সময় ন্যাটো জোটকে অচল বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। প্রচারণার সময় একাধিকবার ন্যাটো ভাঙারও ইঙ্গিত দেন তিনি।
সেসময় তিনি আরো বলেন, জোট সদস্যরা যদি বকেয়া পরিশোধ না করে তাহলে কোনো রকম হামলার শিকার হলে তাদের সাহায্য করার আগে দুবার চিন্তা করবে যুক্তরাষ্ট্র।
ন্যাটোর বর্তমান ব্যয়ের ৭০ শতাংশই বহন করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ দৈনিক অবজারভারকে স্টলেনবার্গ বলেন, ট্রাম্প কিছু সদস্যদের কাছ থেকে আরো বেশি আর্থিক সহযোগিতার আবদার করেছেন। কিন্তু আমেরিকান নেতাদের সবসময় একটি স্থিতিশীল ও নিরাপদ ইউরোপের জন্য কৌশলগত আগ্রহ ছিল।
ন্যাটো প্রধান বলেন, ‘এই অনিশ্চিত সময়ে আমাদের জন্য আমেরিকার শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন এবং ইউরোপীয়দের উচিত তাদের ন্যায্য দায়িত্ব কাঁধে নেয়া।’
নরওয়ের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘একা হয়ে যাওয়া কোনো বিকল্প নয়। এটা না ইউরোপের জন্য, না যুক্তরাষ্ট্রের জন্য। আমরা স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এটা জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন করার সময় নয়।’
৯/১১ হামলার পর সবার নিরাপত্তার জন্যেই একজোট হওয়ার ডাক দিয়েছিল ন্যাটো এবং সেই ডাকে সবাই সাড়া দিয়েছিল উল্লেখ করে ন্যাটো প্রধান বলেন, সেটা একটি প্রতিকী চিহ্নের চেয়েও বেশি কিছু ছিল। ন্যাটো আফগানিস্তানে অপারেশনে গেছে এবং সেখানে হাজার হাজার ন্যাটো সেনা কাজ করছে।’
বিশ্লেষকরা বলছেন, ন্যাটো নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ন্যাটো বিরোধী রুশ প্রেসিডেন্ট পুতিনকে মানসিকভাবে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন