নববর্ষ উদযাপনে স্বামীর সামনে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, কিন্তু কেন?

সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ।স্বামীর সাথে ঝগড়া করে শামীমা আক্তার (২০) নামের ওই গৃহবধূ কাজিরবাজার ব্রিজ থেকে নিচে লাফিয়ে পড়েন।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
জানা যায়, শামীমা আক্তার নববর্ষ উদযাপন করতে স্বামী মো. হোসাইনকে সাথে নিয়ে কাজিরবাজার সেতুতে বেড়াতে যান। দুপুর ২টার দিকে ব্রিজে হাঁটাহাঁটি ও গল্পগুজবের সময় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে শামীমা ব্রিজ থেকে নিচে লাফ দেন।এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই ইব্রাহিম খলিল জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শামীমার স্বামী মো. হোসাইন ও কয়েকজন লোক শামীমাকে হাসপাতালে ভর্তি করেছেন। শামীমার পিতার বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং স্বামীর বাড়ি হবিগঞ্জে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন