নবাব কি অশ্লীল সিনেমা : শাকিব বেশ ক্ষুব্ধ স্বরে বলেন (ভিডিওসহ)
যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ হচ্ছে এমন অভিযোগে আন্দোলন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। আন্দোলনকারীরা বলছেন ‘বস টু’ ও ‘নবাব’-এ নিয়ম লঙ্ঘন হয়েছে। এ নিয়ে বেশ ক্ষেপেছেন শাকিব খান। প্রশ্ন তুলেছেন, ‘নবাব কি অশ্লীল সিনেমা?’
মগবাজারে রেড অর্কিড রেঁস্তোরায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার সন্ধ্যায় এ কথা বলেন ঢালিউডের এ শীর্ষ নায়ক।
শাকিব বলছিলেন, “আজকে ‘নবাব’ টিজার, ট্রেলার সবাই পছন্দ করেছে। গান সবার মুখে মুখে। এ ছবিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বড় করে দেখানো হয়েছে। এটার শেষ সংলাপ ‘আমি একাই দেশকে বঁচাবো’— এটা আমাদের দেশাত্মবোধককে জাগ্রত করবে। এতে কি দেশের আইন-শৃঙ্খলা বিঘ্ন হবে এমন কিছু আছে? এটা কি অশ্লীল সিনেমা?”
তিনি বেশ ক্ষুব্ধ স্বরে বলেন, ‘আপনারা নেতাগিরি করেন, কিন্তু ৫-৭ বছর ধরে কেউ কোন সিনেমা বানান না। এসব ভণ্ডামো বাদ দেন।’
জনপ্রিয় এ নায়ক আরো বলেন, “চলচ্চিত্রের স্বার্থে আন্দোলন করুন। গত ঈদের পর ‘আয়নাবাজি’ ছাড়া কোন ছবি চলেনি। ভালো ছবি বানান আপনারা, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাই মিলে মিশে কাজ করলে একদিন আমাদের কাছে কান কিংবা অস্কার কোনো ব্যাপার হবে না।’
‘রংবাজ’ নিয়ে অনেক ‘রংবাজি’ হয়েছে জানিয়ে তিনি বলেন, “নবাব’ নিয়ে কোন আপত্তি থাকলে প্রিভিউ কমিটি তা দেখবে। যৌথ প্রতারণা হলে আমিই ছবি করতাম না।”
‘রংবাজ’, ‘নবাব’ ছাড়াও ঈদুল ফিতরে আরো মুক্তি পাবে শাকিব অভিনীত ‘রাজনীতি’।
https://youtu.be/U7wt2u1Yig4
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন