রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নভেম্বরের শেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন কাঠামোর (পে-স্কেল)গেজেট নভেম্বরের শুরুতে প্রকাশের পর কার্যকর করার কথা ছিল। কিস্তু তা এখনো করতে পারেনি অর্থ মন্ত্রণালয়।

আগামীকাল রোববার বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পরে গেজেট প্রকাশের বিষয়টি চুড়ান্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ দিকে এই প্রজ্ঞাপন জারি হতে পারে। সে ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর বা জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন পাবেন।

তবে প্রজ্ঞাপন যখনই প্রকাশিত না কেন, গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার‌্যকর হবে বলে আগেই সিদ্ধান্ত হয়ে আছে।

বেতন কাঠামো মন্ত্রিসভা অনুমোদন দেয়ার পরও প্রজ্ঞাপন প্রকাশে বিলম্বের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অন্যদিকে প্রশাসনে কর্মচারীরা টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনে আছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৃচিসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা।

অষ্টম বেতন কাঠামো নিয়ে ক্ষুব্ধ স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো বেতন কাঠামোসংক্রান্ত নথি ফেরত চেয়েছেন অর্থমন্ত্রী।

গত ৭ সেপ্টেম্বর এই বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোতে নিজেদের অবমূল্যায়নের অভিযোগে আন্দোলনে নামেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের বেতনবৈষম্যের অভিযোগ তুলে প্রকৃচিসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও মাঠে নেমেছেন।

বেতনবৈষম্য দূরীকরণ বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি ইতিমধ্যে পুনর্গঠন করা হয়েছে। কাল রোববার কমিটি বৈঠকে বসছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনায় রেখে অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করতে দেরি হচ্ছে। এ ছাড়া অর্থমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টিও একটি কারণ।

তবে অর্থ বিভাগের সচিব মাহবুব আহমেদ বলেন, আগামীকাল কমিটির বৈঠকের সঙ্গে প্রজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। নভেম্বরের শেষে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মাহবুব আহমেদ বলেন, যদি মন্ত্রণালয় কাজ করতে না পারে সে ক্ষেত্রে ডিসেম্বর মাসে গেজেট প্রকাশ করা হবে। আর সে ক্ষেত্রে নতুন বেতন হবে জানুয়ারিতে।

গত ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হলেও টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেয়া হয়েছে এতে।

নতুন বেতন কাঠামোয় বিলুপ্ত করা হয়েছে শ্রেণীপ্রথা। কর্মকর্তা-কর্মচারীরা এখন গ্রেড দিয়ে পরিচিত হবেন। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ২০ গ্রেডের কর্মচারী হিসেবে পরিচিত হবেন।

নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে ‘বাংলা নববর্ষ ভাতা’। মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা