নরসিংদীতে ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ১২
নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও আটজন। শনিবার সন্ধ্যায় রায়পুরা থানার ওসি আজারুল ইসলাম এ কথা জানান। সকালে রায়পুরা উপজেলার জংলী শিবপুর ব্রিজের নিচে আড়িয়াল খাঁ নদে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রলারটি ডুবে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
এখনও অন্তত ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন জানিয়ে ওসি আজারুল বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। মৃতদের মধ্যে শিশু ও নারীসহ ১০ জনের পরিচয় পাওয়া গেছে। সন্ধ্যায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এরা হলেন বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে ইয়াছিন (৭), কুদ্দুছের মা মাজেদার নেছা (৫০), রায়পুরা উপজেলার বারৈচা গ্রামের সুন্দর আলীর মেয়ে জেরিন (৬), একই গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া (৪), মা মালেকা খাতুন (৫০), রফিক মিয়ার ছেলে রাকিবুল (৮), আক্তারের ছেলে সম্রাট (৮), রফিক হোসেনের ছেলে রাব্বি (৬), সুন্দর আলীর ছেলে জিনুক (৬) ও রবিউল্লাহর মেয়ে সুমাইয়া (৭)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন