নরসিংদীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কারখানা মালিক নিহত
নরসিংদী শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক গ্রিল কারখানার মালিক নিহত হয়েছেন। এ সময় আহত হন তার দুই সহোদর। আজ শনিবার বিকালে অটোরিকশা ভাঙচুরকে কেন্দ্র করে শহরের ব্রাম্মণদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কারখানার মালিক হলেন আব্দুর রশিদ (৪০)। আহতরা হলেন রশিদের দুই সহোদর খোরশেদ মিয়া (৪৫) ও আসাদ মিয়া (৪৩)। এদের মধ্যে খোরশেদ মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আসাদ মিয়াকে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহাম্মদ জানান, বিকালে শহরের ব্রাম্মণদী এলাকায় বানিয়ারছল মহল্লার স্বপন মিয়ার একটি অটোরিকশা ভাঙচুর করে তিন ‘সন্ত্রাসী’ স্থানীয় হালিম, সেলিম ও আপেল। খবর পেয়ে অটোরিকশার মালিক স্বপন মিয়া তার তিন মামা শ্বশুর আবদুর রশিদ, খোরশেদ মিয়া ও আসাদ মিয়াকে বিষয়টি অবহিত করেন।
সালাহউদ্দিন বলেন, খবর শুনে রশিদ, খোরশেদ ও আসাদ মিয়া ঘটনাস্থলে গেলে ৮/৯ জন্য যুবক তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রশিদ নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন