নরসিংদীতে বিএনপির মিছিলে পুলিশের হামলা, আহত ১৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ নেতাকমী। এসময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলটির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিছিল নিয়ে যোগ দেয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, নেতাকমীরা মিছিল নিয়ে আলোচনা সভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন

নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন

নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন