নরসিংদীতে শীতলক্ষ্যার পাড়ে ১৪ বছর বয়সী অজ্ঞাত কিশোরীর লাশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘোড়াশাল এলাকার শহীদ ময়েজ উদ্দিন সেতুর নীচে শীতলক্ষ্যা নদীর তীরে পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের নামপরিচয় জানা যায়নি।
ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন

নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন

নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন